E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জিডিপির প্রবৃদ্ধিতে রেকর্ড

২০১৮ সেপ্টেম্বর ১৮ ১৪:৪৫:৫৪
জিডিপির প্রবৃদ্ধিতে রেকর্ড

স্টাফ রিপোর্টার : ২০১৭-১৮ অর্থবছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধিতে রেকর্ড হয়েছে। চূড়ান্ত হিসাবে আলোচ্য বছরে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৮৬ শতাংশ। জিডিপি প্রবৃদ্ধির এ অংক এ যাবৎকালের সর্বোচ্চ।

এটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারোর (বিবিএস) চূড়ান্ত হিসাব। এর আগে বিবিএসের সাময়িক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ৬৫ শতাংশ ধরা হয়েছিল।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ রিপোর্ট উপস্থাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিবিএস প্রতি বছরই অর্থবছরের তৃতীয় প্রান্তিকে এসে জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয়সহ বিভিন্ন খাতের সাময়িক হিসাব প্রকাশ করে থাকে। অর্থবছর শেষে গিয়ে বিবিএস চূড়ান্ত হিসাব প্রকাশ করে।

বিবিএসের দেওয়া তথ্যমতে, বিদায়ী অর্থবছরে সরকার বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করেছিল ৭.৪ শতাংশ। সাময়িক প্রাক্কলনে তা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি, অর্থাৎ ৭.৬৫ শতাংশ অর্জিত হয়। এখন চূড়ান্ত তথ্য বলছে, ৭.৮৬ শতাংশ। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ০.৪৬ শতাংশ বেশি।

এর আগে গত ৬ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি বাড়ার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সেটি যে ৮ শতাংশের কাছাকাছি যাবে, সেই আভাসও দিয়ে রেখেছিলেন তিনি। অবশেষে পরিকল্পনামন্ত্রীর আভাসই সত্যি হলো।

প্রায় এক দশক ৬ শতাংশের বৃত্তে আটকে থাকার পর ২০১৫-১৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশের ঘর অতিক্রম করে। এরপর গত দুই অর্থবছর ধরেই প্রবৃদ্ধির হার ৭ শতাংশের ওপরে রয়েছে।

সর্বশেষ ২০১৬-১৭ অর্থবছরের চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ। ওই বছর মাথাপিছু আয় ছিল ১৬১০ ডলার। তার আগের ২০১৫-১৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ১১ শতাংশ।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test