E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ওয়ালটনকে সর্বোচ্চ ভ্যাট দাতার পুরস্কার দিলো এনবিআর 

২০১৯ ফেব্রুয়ারি ২৭ ১৭:৩১:৪০
ওয়ালটনকে সর্বোচ্চ ভ্যাট দাতার পুরস্কার দিলো এনবিআর 

স্টাফ রিপোর্টার : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সর্বোচ্চ ভ্যাটদাতা হিসেবে পুরস্কার গ্রহণ করেছে ওয়ালটন। সর্বোচ্চ ভ্যাটদাতার পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ ১০টি প্রতিষ্ঠানকে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি ২০১৯) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া ওই পুরস্কার প্রদান করেন।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন মার্কেটিং বিভাগের নির্বাহী পরিচালক মোঃ হুমায়ুন কবীর। এ সময় তার সঙ্গে ছিলেন ওয়ালটনের এডিশনাল অপারেটিভ ডিরেক্টর (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) মোঃ শহীদুল ইসলাম।

হুমায়ুন কবীর বলেন, পুরস্কার হচ্ছে স্বীকৃতি। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভ্যাট প্রদানে ওয়ালটন গত ১২ বছর ধরে প্রথম স্থান অধিকার করে আসছে। এ বছর দ্বিতীয় স্থান অধিকার করেছে। যাই হোক আমরা সঠিক ট্রাকেই আছি। ভ্যাট প্রদানে আমরা নিয়মিত পুরস্কার পেয়ে থাকি।

তিনি বলেন, “ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইপিবি ক্যাটাগরির অনুসারে এনবিআরও যদি পুরস্কার দেয়, তাহলে ভ্যাট প্রদানে এক ধরণের প্রতিযোগিতা তৈরি হবে। সরকারের কাছ থেকে পুরস্কার পেলে সবার মধ্যে ভ্যাট প্রদানে উৎসাহ আরো বাড়বে।

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পৃথক একটি দিন উদযাপনের আহ্বান জানিয়ে মোঃ হুমায়ুন কবীর বলেন, ‘ভ্যাট দিবস বা আয়কর দিবসের মতো আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পৃথক একটি দিন আলাদাভাবে উদযাপন করা যেতে পারে। সেখানে আমাদের রাখতে পারেন। ৩১ দিনের মেলায় একটি বিশেষ দিন হলে মানুষের মধ্যে ভ্যাট প্রদানের বিষয়ে সচেতনা বৃদ্ধি পাবে। ক্রেতা-বিক্রেতার মধ্যে এক ধরণের সেতুবন্ধন তৈরি হবে।’

তিনি বলেন, ‘বাণিজ্য মেলা আরো বড় পরিসরে করা দরকার। কারণ, এখন মেলার প্যাভিলিয়নগুলো ছোট পরিসরে আয়োজন করে। বর্তমানে বাণিজ্য মেলায় ৩০ একরের পরিবর্তে আরো বড় পরিসরে ৬০ একরে করা যেতে পারে। এটা হলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আরো ফলপ্রসু হবে।’

এ নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চারটি পুরস্কার পেয়েছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। এর মধ্যে মেলায় দৃষ্টিনন্দন ও শৈল্পিক ডিজাইনের প্যাভিলিয়ন তৈরি করায় সেরা প্রিমিয়ার প্যাভিলিয়ন ক্যাটাগরির প্রথম পুরস্কারও পেয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্যাভিলিয়ন ক্যাটাগরির প্রথম পুরস্কারও পেয়েছে একই গ্রুপের মার্সেল প্যাভিলিয়ন। মেলায় মোট ৪১ লাখ ১ হাজার ৭৩২ টাকা ভ্যাট প্রদান করে সেরা ভ্যাটদাতা ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া, আজ দ্বিতীয় সর্বোচ্চ ভ্যাটদাতার পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test