E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈদের আগে ব্যাংকে উপচে পড়া ভিড়

২০১৯ মে ৩০ ১৪:৫২:০৫
ঈদের আগে ব্যাংকে উপচে পড়া ভিড়

স্টাফ রিপোর্টার : ঈদুল ফিতর আগামী সপ্তাহে। ঈদকে সামনে রেখে সপ্তাহের শেষ কার্যদিবসে ব্যাংকগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড়। রাজধানীর মতিঝিল ও দিলকুশা, দৈনিক বাংলা, পল্টনসহ বিভিন্ন এলাকার ব্যাংকের শাখাগুলো ঘুরে এ চিত্র দেখা গেছে।

বৃহস্পতিবার (৩০ মে) সকাল থেকে ব্যাংকের শাখাগুলোতে টাকা জমা ও উত্তোলনে কাউন্টারে সামনে লম্বা লাইন দেখা গেছে। প্রয়োজনীয় লেনদেনের পাশাপাশি নতুন টাকার জন্যও ভিড় করছেন গ্রাহকরা। ফলে ব্যস্ত সময় পার করছেন ব্যাংকাররা।

মতিঝিল সোনালী ব্যাংকের লোকাল ব্রাঞ্চের জেনারেল ম্যানেজার নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ঈদের আগে গ্রাহকের ভিড় বাড়ে- এটা স্বাভাবিক। সকাল থেকেই প্রতিটি ক্যাশ কাউন্টারে গ্রাহকের ভিড়। ঈদে লোকজন গ্রামে যাবেন। আবার অনেকে কর্মীদের বেতন বোনাস দিবেন। সব মিলিয়ে ঈদ উপলক্ষে ব্যবসা ও নিজস্ব প্রয়োজনে টাকা উত্তোলন করছে। এছাড়া সঞ্চয়পত্রের মুনাফা তুলছেন। আবার অনেকে ডিপোজিটের অর্থ জমা করছে।

তিনি বলেন, সকাল থেকে বাড়তি গ্রাহকের চাপে সেবা দিতে ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা হিমশিম খাচ্ছে। তবে নগদ টাকার কোনো সমস্যা নেই। গ্রাহকের চাহিদা মত পরিশোধ করা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে ঈদের আগে ৩ জুন (সোমবার) শেষ কার্যদিবস। ওইদিন বিশেষ ছুটি হবে কি না এ নিয়ে গুঞ্জন রয়েছে। এজন্য আজকেই প্রয়োজনীয় লেনদেন সারতে গ্রাহকরা ব্যাংকে ভিড় করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আগামী সোমবার অনেক কর্মকর্তা-কর্মচারী ছুটি নিচ্ছেন। তাই ৩ জুন ঈদের আগে শেষ কর্মদিবসে অনেকটা ছুটির আমেজে থাকবে।

সোনালী ব্যাংকে ক্যাশ কাউন্টারের লাইনে দাঁড়ানো নাজমুল হক বলেন, আমার ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। কর্মীদের বেতন বোনাস দিতে হবে। তাই টাকা তুলতে এসেছি। আজকে অনেক ভিড়। আধা ঘণ্টা হয়েছে এসেছি। আরও আধাঘণ্টা অপেক্ষা করতে হবে মনে হচ্ছে।

এদিকে ব্যাংকের নতুন টাকার জন্য বাংলাদেশ ব্যাংকের লাইনে দাঁড়িয়েছে আবু সাঈদ। তিনি বলেন, আজ রাতে গ্রামে যাবো। ঈদে সেলামি হিসেবে নতুন টাকার বিকল্প নেই। তাই নতুন টাকা তুলতে এসেছি। চাকরির কারণে এতদিন খুব ব্যস্ত ছিলাম বলে টাকা তুলতে পারিনি।

এক্সিম ব্যাংকের মতিঝিল শাখার এক কর্মকর্তা জানান, সকাল থেকেই গ্রাহকের প্রচণ্ড ভিড়। গ্রহকরা জমার চেয়ে বেশি উত্তোলন করছেন।

ডাচ্ বাংলা ব্যাংকের গ্রাহক রফিক জানান, সোমবার ব্যাংক খোলা থাকবে। কিন্তু অনেকে বলছে ছুটি ঘোষণা করবে। যদি ব্যাংক খোলা না থাকে সমস্যায় পড়বো। তাই আজকেই টাকা তুলতে এসেছি।

(ওএস/এসপি/মে ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test