E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

২০১৯ জুন ১৩ ২২:৫৩:১৪
শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের হয়ে বাজেট বক্তৃতার পর এবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনও করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৪ জুন) বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী বাজেটোত্তর সংবাদ সম্মেলন করবেন বলে তার প্রেস উইং থেকে জানানো হয়।

রেওয়াজ অনুযায়ী সংসদে বাজেট দেওয়ার পরদিন অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন এবং বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা দেন। তবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অসুস্থতার কারণে এবার খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করবেন।

বৃহস্পতিবার বিকেলে সংসদে অর্থমন্ত্রীর হয়ে বাজেট বক্তৃতা পড়ে শোনান প্রধানমন্ত্রী। বাজেট পেশকালে অর্থমন্ত্রী অসুস্থতা বোধ করলে তার অনুরোধে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমতিসাপেক্ষে পরবর্তী অংশ পড়েন প্রধানমন্ত্রী। দেশের গণতান্ত্রিক সরকারের মধ্যে অর্থমন্ত্রীর বদলে প্রধানমন্ত্রীর বাজেট বক্তৃতা করার নজির এটিই প্রথম। সেই ধারাবাহিকতায় প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বাজেটোত্তর সংবাদ সম্মেলনও করবেন।

‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ: সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শীর্ষক এবারের বাজেটের আকার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এ বাজেটে পরিচালনসহ অন্যান্য খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ৩ লাখ ২০ হাজার ৪৬৯ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা।

(ওএস/অ/জুন ১৩, ২০১৯)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test