E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাজারে এল ‘রেইনবো অলরাউন্ডার’ পেইন্টস

২০১৯ নভেম্বর ২৪ ১৫:২৯:৫৭
বাজারে এল ‘রেইনবো অলরাউন্ডার’ পেইন্টস

নিউজ ডেস্ক : আরএফএল গ্রুপের রঙের জনপ্রিয় ব্র্যান্ড ‘রেইনবো’বাজারে নিয়ে এল ‘অলরাউন্ডার’ এক্সটেরিয়র পেইন্টস। শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ রঙের উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

অনুষ্ঠানে আর এন পাল বলেন, ‘আমরা আন্তর্জাতিক মানের রঙ উৎপাদন করে বাজারজাত করায় অল্প সময়ের মধ্যে ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। নতুন নতুন পণ্যের মাধ্যমে ক্রেতাদের সর্বোচ্চ সেবা দিতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি, রেইনবো পেইন্টস শিগগিরই দেশের রঙের বাজারে শীর্ষ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে।’

রেইনবো পেইন্টস এর প্রধান পরিচালন কর্মকর্তা কামরুল হাসান বলেন, “বাংলাদেশের রঙের বাজারে এই প্রথম স্থাপনার বাইরের দেয়ালের সকল ধরনের সমস্যার সমাধান দিতে সক্ষম এই রঙ। তাই এই রঙটির নাম দেয়া হয়েছে ‘অলরাউন্ডার’।”

তিনি বলেন, ‘রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র রঙে ব্যবহার হয়েছে এলাস্টমারিক ও অ্যান্টি-ডার্ট ফর্মুলা। তাই এই রঙ সুক্ষ্ম ফাটল হতে দেয় না এবং বৃষ্টির পানি দেয়ালে লেগে থাকতে পারে না। বিশেষভাবে তৈরি এ রঙ শেওলা, ফাঙ্গাস ও ঘর্ষণ প্রতিরোধী। এই রঙ অ্যান্টি-কার্বোনেশন সিস্টেম ও ক্ষতিকর সীসা, মার্কারি ও ক্রোমিয়ামমুক্ত থাকায় সম্পূর্ণ পরিবেশবান্ধব। এমনকি এই রঙ তাপ প্রতিফলিত করে ঘরের তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে সক্ষম। এছাড়া রয়েছে ১০ বছরের ওয়ারেন্টি।’

তিনি আরও বলেন, “রেইনবো’র ডেকোরেটিভ, ফ্লোর কোটিং, মেরিন, কার, পাউডার কোটিং, ইন্ডাস্ট্রিয়াল, হ্যামার, উড কোটিং ক্যাটাগরিতে প্রায় ৩০ ধরনের রঙ রয়েছে। সারাদেশে ‘রেইনবো পেইন্টস’ এর শতাধিক শোরুম ও অনুমোদিত ডিলারের মাধ্যমে রেইনবো পেইন্টস কিনতে পারছেন ক্রেতারা।”

অনুষ্ঠানে রেইনবো পেইন্টস এর কনসালটেন্ট মো. শাহজাহান, হেড অব সেলস এস এম জহিরুল ইসলাম, হেড অব রিটেইল সেলস শাহজাহান সানী ও ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার নাজমুল আকন্দসহ রেইনবো পেইন্টস এর ঊধ্বর্তন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/নভেম্বর ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test