E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাড়ি নির্মাণের পুরো সমাধান মিলছে ইজিবিল্ডে

২০২০ মার্চ ০১ ১৬:১৮:৫৭
বাড়ি নির্মাণের পুরো সমাধান মিলছে ইজিবিল্ডে

স্টাফ রিপোর্টার : গ্রাহকের রুচি ও চাহিদাসম্মত পণ্যের সমন্বয়ে গ্রাহকের নিজস্ব জায়গায় তৈরি হচ্ছে বাড়ি। ক্রেতার পছন্দ অনুযায়ী করা হবে বাড়ির আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, প্লাম্বিং ও ইলেকট্রিক্যাল ড্রয়িং। তাছাড়া দেয়া হবে মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) ও বাড়ি তৈরির জন্য স্থানীয় কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি গ্রহণের জন্য পরামর্শ। শুধু তাই নয়, গৃহঋণ পাওয়ার ক্ষেত্রেও সহায়তা পাবেন গ্রাহকরা। এ পুরো সমাধান মিলছে দেশের জনপ্রিয় গৃহনির্মাণের রিটেইল চেইনশপ ইজিবিল্ডে।

ইজিবিল্ডের প্রধান পরিচালন কর্মকর্তা রাহাত জাহান শামীম বলেন, ‘সব মানুষের জীবনে স্বপ্ন থাকে, নিজের একটি বাড়ি থাকবে। অনেকের জমিও আছে। কিন্তু আর্থিক সমস্যা, বাড়ি তৈরির নকশাসহ প্রক্রিয়াগত জটিলতা এবং বিভিন্ন জায়গায় নির্মাণসামগ্রী কেনার বিড়ম্বনায় অনেকে বাড়ি তৈরির কাজ শুরু করতে সাহস পান না। ইজিবিল্ডে এলে গ্রাহকরা এসব সমস্যার সমাধান পাবেন।’

তিনি বলেন, ‘২০১৬ সালে যাত্রা শুরু করে ইজিবিল্ড। তখন শুধু বাড়ি নির্মাণের প্রয়োজনীয় পণ্য পাওয়া যেত। এরপর ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমরা একটি বাড়ি তৈরির জন্য যেসব সেবা প্রয়োজন, তার সব সেবাই যুক্ত করি।’

ইজিবিল্ডের শীর্ষ এ কর্মকর্তা বলেন, ‘পানি ও গ্যাস সরবরাহ, স্যানিটারি, বৈদ্যুতিক, কিচেন, নিরাপত্তা সরঞ্জাম, নির্মাণ ও অন্যান্য- এমন সাতটি ক্যাটাগরিতে বাড়ি নির্মাণের সব পণ্য রয়েছে ইজিবিল্ডে। ইজিবিল্ডের শোরুমগুলোতে রড, সিমেন্ট, টাইলস, বাথরুম ফিটিংস, পাইপ, ওয়াটার পাম্প, রঙ, দরজা, জানালাসহ প্রায় চার হাজার ধরনের পণ্য রয়েছে।’

ইজিবিল্ডের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার এমদাদুল ইসলাম বলেন, ‘বর্তমানে গৃহঋণ পাওয়া কঠিন। ইজিবিল্ডের গ্রাহকদের জন্য কাজটি সহজ করতে আমরা দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসির সাথে চুক্তি করেছি। এ চুক্তির অধীনে ইজিবিল্ডের গ্রাহকরা সহজ শর্তে নানা ধরনের আকর্ষণীয় সুবিধাসহ ঋণ পাবেন। এ ক্ষেত্রে ইজিবিল্ডের গ্রাহকরা প্রচলিত হারের চেয়ে দশমিক ৫ শতাংশ কম সুদে সর্বোচ্চ ২৫ বছর মেয়াদে ঋণ পাবেন।’

বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ইজিবিল্ডের ১০টি শোরুম রয়েছে।

(ওএস/এসপি/মার্চ ০১, ২০২০)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test