E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাজেট নিয়ে ‘ইচ্ছা’র ভার্চুয়াল আলোচনা বৃহস্পতিবার

২০২০ জুন ১৭ ১৪:৩১:৪৫
বাজেট নিয়ে ‘ইচ্ছা’র ভার্চুয়াল আলোচনা বৃহস্পতিবার

নিউজ ডেস্ক: ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে ‘কোভিড-১৯ মহামারি: প্রস্তাবিত বাজেট কতখানি প্রত্যাশা মিটালো?’ শীর্ষক ভার্চুয়াল আলোচনার আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সংগঠন ইন্সপায়ার কেয়ার অ্যান্ড কাল্টিভেট হিউম্যান এইড- ইচ্ছা।

আলোচনা অনুষ্ঠানটি আগামীকাল (বৃহস্পতিবার) ১৮ জুন রাত ৯টায় সংগঠনের ফেসবুক পেজে অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় অংশ নেবেন- অধ্যাপক আনু মুহাম্মদ, অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; ড সৈয়দ আব্দুল হামিদ, অধ্যাপক, স্বাস্থ্য অর্থনীতি ও ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়; ড. মো সাইদুর রহমান,অধ্যাপক, কৃষি অর্থনীতি বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়; ড মাহফুজ কবির, গবেষণা পরিচালক, বিআইআইএসএস এবং মাহতাব উদ্দিন, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানটি পরিচালনা করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী প্রান্ত সাহা।

(ওএস/পিএস/১৭ জুন, ২০২০)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test