E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জ্বালানি খাত

বাজার মূলধন বেড়েছে ৪.৩%

২০১৪ এপ্রিল ১৯ ১৬:৪৮:৫৪
বাজার মূলধন বেড়েছে ৪.৩%

স্টাফ রিপোর্টার : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সম্প্রতি জ্বালানি খাতের শেয়ারে বিনিয়োগকারীদের ঝোঁক লক্ষ্য করা গেছে। যার পরিপ্রেক্ষিতে গেল সপ্তাহে এ খাতের রাষ্ট্রায়ত্ত ও বড় মূলধনি কোম্পানির দরবৃদ্ধিতে বাজার মূলধন বৃদ্ধি পায়। এ খাতের বাজার মূলধন বাড়ে ৪ দশমিক ৩ শতাংশ।

এদিকে ডিএসইতে গেল সপ্তাহে এ খাতের লেনদেন হয় সবচেয়ে বেশি। ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৮ শতাংশ। এ খাতের লেনদেনের পরিমাণ ছিল ৩০৮ কোটি ৬৫ লাখ টাকা। লেনদেন হওয়া চার কার্যদিবসেই এ খাতের লেনদেন হয় সবচেয়ে বেশি।

গেল সপ্তাহে এ খাতের সবচেয়ে বেশি দর বৃদ্ধি পায় মেঘনা পেট্রোলিয়ামের। এ কোম্পানির শেয়ারের দর বাড়ে ৯ দশমিক ৭৮ শতাংশ। গেল সপ্তাহে মোট ১৩৯ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার টাকার লেনদেন হয় এ কোম্পানির শেয়ারের। এদিকে সর্বশেষ কার্যদিবসে এ শেয়ারের দর বাড়ে ৩ দশমিক শূন্য ৬ শতাংশ বা ৯ টাকা ৩০ পয়সা। সারা দিন এর দর ৩০২ টাকা থেকে ৩১৪ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে। ডিএসইতে গেল সপ্তাহে শুরুতে এ শেয়ারের দর ছিল ২৮৪ টাকা, যা সপ্তাহ শেষে দাঁড়ায় ৩১০ টাকা ৮০ পয়সা।

ইস্টার্ন লুব্রিক্যান্টের দর বেড়েছে ৮ দশমিক ৭১ শতাংশ। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৫৫০, যা সপ্তাহ শেষে দাঁড়ায় ৫৯৯ টাকা। গেল সপ্তাহে মোট ২ কোটি ৫১ লাখ ৪১ হাজার টাকার লেনদেন হয়। এদিকে সর্বশেষ কার্যদিবসে এ শেয়ারের দর কমে ১ দশমিক ৪২ শতংশ। এদিন ৫৮৮ টাকা থেকে ৬৩৬ টাকার মধ্যে শেয়ারটির দর ওঠানামা করে। সর্বশেষ ৫৮৮ টাকায় লেনদেন হয়, যা দিনশেষে দাঁড়ায় ৫৯৮ টাকা।

তিতাস গ্যাসের শেয়ারের দর বেড়েছে ৬ দশমিক ৬৩ শতাংশ। মোট ৩৪ কোটি ৯০ লাখ ৭ হাজার টাকার শেয়ারের লেনদেন হয়েছে। সপ্তাহের শুরুতে এ শেয়ারের দর ছিল ৮০ টাকা, যা সপ্তাহ শেষে দাঁড়ায় ৮৫ টাকা ১০ পয়সা। এদিকে সর্বশেষে কার্যদিবসে এ শেয়ারের দর কমে দশমিক ৯৩ শতাংশ বা ৮০ পয়সা। সারাদিন এর দর ৮৪ টাকা ৬০ পয়সা থেকে ৮৬ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ ৮৫ টাকা ১০ পয়সায় এ শেয়ারের লেনদেন হয়। দিনশেষে এ শেয়ারের দর দাঁড়ায় ৮৫ টাকা ২০ পয়সা।

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) শেয়ারের দর গেল সপ্তাহে বেড়েছে ৪ দশমিক ৪৩ শতাংশ। মোট ৮ কোটি ৬৮ লাখ ৫৫ হাজার টাকার লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৬৫ টাকা ৫০ পয়সা, যা সপ্তাহ শেষে দাঁড়ায় ৬৮ টাকা ৪০ পয়সায়। সর্বশেষ কার্যদিবসে এ শেয়ারের দর কমে ১ দশমিক ১৬ শতাংশ বা ৮০ পয়সা। এদিন ৬৮ টাকা ১০ পয়সা থেকে ৭০ টাকা ৯০ পয়সার মধ্যে শেয়ারটির দর ওঠানামা করে। সর্বশেষ ৬৮ টাকা ৩০ পয়সায় এ শেয়ারের লেনদেন হয়।

বারাকাতউল্লাহ ইলেক্ট্রো ডায়নামিকের শেয়ারের দর গেল সপ্তাহের শুরুতে ছিল ২৯ টাকা ৯০ পয়সা, যা সপ্তাহ শেষে দাঁড়ায় ৩১ টাকায়। মূলত লেনদেন হওয়া চার কার্যদিবসের মধ্যে তিনদিনই এর দরপতন হয়। তবে শেষ কার্যদিবসে এ শেয়ারের দর কিছুটা উল্লম্ফন দেখা যায়। এদিন শেয়ারটির দর বাড়ে ৭ দশমিক ১২ শতাংশ বা ২ টাকা ১০ পয়সা। সারা দিন এর দর ২৯ টাকা ৪০ পয়সা থেকে ৩১ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ ৩১ টাকা ৬০ পয়সায় এ শেয়ারের লেনদেন হয়। দিনশেষে এ শেয়ারের দর দাঁড়ায় ৩১ টাকায়।

পাওয়ার গ্রিডের শেয়ারের দর সপ্তাহের শুরুতে ছিল ৫০ টাকা ৫০ পয়সা, যা সপ্তাহের শেষে দাঁড়ায় ৫২ টাকা ৫০ পয়সা। এদিকে শেষ কার্যদিবসে এ শেয়ারের দর কমে দশমিক ৭৫ শতাংশ বা ৪০ পয়সা। দিনভর এর দর ৫২ টাকা ১০ পয়সা থেকে ৫৩ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ ৫২ টাকা ৭০ পয়সায় এ শেয়ারের লেনদেন হয়, যা দিনশেষে দাঁড়ায় ৫২ টাকা ৫০ পয়সায়।

এছাড়া এ খাতে গেল সপ্তাহে যমুনা অয়েল, খুলনা পাওয়ার, লিন্ডে বিডি, মবিল যমুনা লুব্রিক্যান্টের শেয়ারের দর বাড়ে। অন্যদিকে বিডি ওয়েল্ডিং, জিবিবি পাওয়ারের দর কিছুটা কমে।


(ওএস/এটি/এপ্রিল ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test