E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিল্পপতি-ব্যাংকার দ্বীন মোহাম্মদের মৃত্যু

২০২১ এপ্রিল ২৭ ১৩:৫৭:২৪
শিল্পপতি-ব্যাংকার দ্বীন মোহাম্মদের মৃত্যু

স্টাফ রিপোর্টার : ফিনিক্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও সিটি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বাংলাদেশের অন্যতম শিল্প উদ্যোক্তা দ্বীন মোহাম্মদ ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে তার ব্যবসায়িক কর্মজীবন শুরু হয়। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের প্রতিষ্ঠিত ফিনিক্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজকে একটি বহুজাতিক কোম্পানিতে রূপ দেন তিনি।

ফিনিক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ফিনিক্স ইন্সুরেন্স, ফিনিক্স টেক্সটাইল মিলস, ইস্টার্ন ডাইং অ্যান্ড ক্যালেন্ডারিং ওয়ার্কস লিমিটেড, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড, ফিনিক্স ফ্যাব্রিক্স লিমিটেড, ফিনিক্স গার্মেন্টস লিমিটেড, ফিনিক্স ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড, ফিনিক্স স্পিনিং মিলস লিমিটেড, রংধনু স্পিনিং মিলস লিমিটেড ও ফিনিক্স সিকিউরিটিস লিমিটেড। এছাড়া তিনি দি সিটি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।

মঙ্গলবার জোহর নামাজের পর লালবাগ শাহী মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

(ওএস/এসপি/এপ্রিল ২৭, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test