E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আইপিওর নতুন পদ্ধতি পুঁজিবাজারকে গতিশীল করবে : সিএসই

২০১৪ সেপ্টেম্বর ০৫ ১১:১৬:৫৩
আইপিওর নতুন পদ্ধতি পুঁজিবাজারকে গতিশীল করবে : সিএসই

চট্টগ্রাম প্রতিনিধি : প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) নতুন আবেদন পদ্ধতি প্রাইমারি মার্কেটসহ সেকেন্ডারি মার্কেটকেও গতিশীল করবে বলে মনে করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এমনটি  জানিয়েছেন সিএসইর চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ।

বৃহস্পতিবার সিএসইর প্রধান কার্যালয় চট্টগ্রামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আইপিও আবেদন সহজ করার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চলতি সেপ্টেম্বর মাস থেকে নতুন আবেদন পদ্ধতি চালু করছে। ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী সময়ে পুঁজিবাজারে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় এটি অসাধারণ অবদান রাখবে। এ ছাড়া ট্রেকহোল্ডারদের দেয়া মার্জিন ঋণ পুনরুদ্ধার বা সমন্বয়ে এ পদ্ধতি সহায়ক ভূমিকা রাখবে।

তিনি বলেন, সিএসই, বিএসইসি ও এডিবির সঙ্গে ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম-৩ নিয়ে কাজ করছে। পুঁজিবাজারের উন্নয়নে এ প্রোগ্রাম উল্লেখযোগ্য ভুমিকা রাখবে। এ সহযোগিতার আওতায় নতুন প্রোডাক্ট যেমন— ক্লিয়ারিং করপোরেশন, ইনডেক্স ও শরিয়াহভিত্তিক প্রোডাক্ট ইত্যাদি ইতিবাচক বিষয় চালু করা হবে। পাশাপাশি বাজার ব্যবস্থাপনা ও কৌশলগত উন্নয়নে প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, সিএসই বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধির জন্য কর্মশালা, প্রেস কনফারেন্স, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করছে।

এ সময় সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন, পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন এফসিএমএ, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এফসিএমএ, ড. মইনুল ইসলাম মাহমুদ, মো. শফিউল ইসলাম, শওকত হোসেন এফসিএ, মো. শামসুল ইসলাম এফসিএসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


(ওএস/এইচআর/সেপ্টেম্বর ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test