E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতকে বিদায় ওয়ালমার্টের

২০১৪ এপ্রিল ২৯ ১০:৫০:৪২
ভারতকে বিদায় ওয়ালমার্টের

বিজনেস ডেস্ক, ঢাকা : অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার'--- না, এই লাইনটি আর লেখা গেল না ওয়ালমার্টের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে। পৃথিবীর সর্ববৃহত্‍‌ রিটেল চেন এবার বিদায় জানাতে চলেছে ভারতকে। ২০১৪ সালে প্রকাশিত ওয়ালমার্টের বার্ষিক রিপোর্ট অনুযায়ী ভারতী এন্টারপ্রাইজজেোৌর সঙ্গে ওয়াল মার্টের যৌথ উদ্যোগে এ দেশে যে রিটেল চেন খোলার কথা ছিল তা আপাতত অসম্পূর্ণই থেকে যাবে। এর ফলে মোট ১৫১ লাখ মার্কিন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে বলেও জানানো হয়েছে।

ইউপিএ ২ সরকার ভারতে খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পক্ষে সওয়াল করেছিল। ওয়ালমার্টের মতো সংস্থার ভারতে আসা নিয়ে সেভাবে কোনও সমস্যাও ছিল না। কিন্তু অন্তরায় হয়ে দাঁড়ায় সিপিএম এবং তৃণমূল কংগ্রেস।এই পদক্ষেপের বিরুদ্ধে প্রবল আপত্তি তোলে তারা। অন্যদিকে হাজার মতবিরোধ থাকলেও ওয়ালমার্ট প্রসঙ্গে কংগ্রেসের পাশে এসে দাঁড়ায় বিজেপি। কিন্তু শেষ রক্ষা আর করা গেল না। পৃথিবীর বৃহত্তম রিটেল চেনের এভাবে হঠাত্‍‌ করে ভারতীয় বাজার থেকে সরে যাওয়ার সিদ্ধান্তে অর্থনৈতিক ক্ষেত্রে নতুন আশঙ্কা দেখা দিয়েছে।

(ওএস/এইচ/এপ্রিল ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test