E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘সরকার ধান ও চালের সঠিক ব্যবস্থাপনা গড়ে তুলতে চায়’

২০২৪ ফেব্রুয়ারি ১০ ১৩:৩৬:০৪
‘সরকার ধান ও চালের সঠিক ব্যবস্থাপনা গড়ে তুলতে চায়’

স্টাফ রিপোর্টার : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দাম কমানোই অবৈধ মজুতবিরোধী অভিযানের মূল উদ্দেশ্য নয়। সরকার ধান ও চালের সঠিক ব্যবস্থাপনা গড়ে তুলতে চায়।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিনাজপুরের সদর ও পার্বতীপুর উপজেলায় অবৈধ মজুতবিরোধী অভিযান শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ‘সারাদেশে মজুতবিরোধী অভিযান চলছে। আমরা আসি বা না আসি অভিযান থেমে নেই। আমরা গতকাল এখানে স্টেকহোল্ডারদের নিয়ে মিটিং করেছি। মিটিংয়ে তারা ওয়াদা করেছে চালের দাম বাড়বে না বরং কমবে।’

তিনি বলেন, ‘অনেকেই বেশি লাভের আশায় মাঠে ময়দানে ধান মজুত করে রাখে। আমরা পত্রপত্রিকায় দেখি বস্তায় গাছ গজিয়ে গেছে। আজ এখানে (ইস্পাহানি অটো রাইস মিলে) সেরকম চিত্র দেখতে পেলাম।’

খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘আজ সারাদিনে ৪/৫ টি মিলে আমরা গিয়েছি। কারো অবৈধ মজুত আছে কিনা , কেউ কোনো অনিয়ম করছে কিনা তা খতিয়ে দেখছি। ইস্পাহানি অটো রাইস মিলে কিছু অনিয়ম ও অবৈধ মজুত রয়েছে বলে আমাদের মনে হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে আছে তাদের আইন মোতাবেক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

অভিযানকালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ,খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন ,খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেন ও জেলা প্রশাসক শাকিল আহমেদ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১০, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test