E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছে আইএমএফ  

২০২৪ আগস্ট ০৮ ১৬:০৫:২৩
বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছে আইএমএফ  

স্টাফ রিপোর্টার : গত ৫ আগস্ট ছাত্র-জনতার এক দফার মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। দেশের বর্তমান পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে শপথ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। এমন পরিস্থিতির মধ্যেও বাংলাদেশকে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে আইএমএফ।

মঙ্গলবার (৬ আগস্ট) এক বিবৃতিতে বাংলাদেশের পাশে থাকতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ‘প্রতিশ্রুতিবদ্ধ’ বলে জানিয়েছে সংস্থাটি। খবর রয়টার্সের।

সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, ‘প্রাণহানি ও মানুষের আহত হওয়ার ঘটনায়’ আইএমএফ গভীর দুঃখ প্রকাশ করেছে। তারা বাংলাদেশ ও দেশটির মানুষের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে সংস্থাটি পাশে থাকবে।

বিশেষজ্ঞদের মতে, আইএমএফ, বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের মতো প্রতিষ্ঠান থেকে পাওয়া দীর্ঘমেয়াদি ঋণ দেশের জিডিপির প্রায় এক-চতুর্থাংশের সমতুল্য। সুতরাং, তাদের সমর্থন বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশকে ৪৭০ কোটি ডলারের একটি ঋণ অনুমোদন দেয় আইএমএফ। ইতোমধ্যেই তিন কিস্তিতে ২৩০ কোটি ৮২ লাখ ডলার ছাড় করেছে আইএমএফ।২০২৬ সাল পর্যন্ত সাত কিস্তিতে ঋণের পুরো অর্থ ছাড় করার কথা রয়েছে।

(ওএস/এসপি/আগস্ট ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test