E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ব্যাংক খাত সংস্কারে টাস্কফোর্স

২০২৪ সেপ্টেম্বর ১১ ১৯:৩৪:১১
ব্যাংক খাত সংস্কারে টাস্কফোর্স

স্টাফ রিপোর্টার : ব্যাংকিং খাত সংস্কারের লক্ষ্যে ছয় সদস্য বিশিষ্ট টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টাস্কফোর্সের সদস্যরা হলেন, ড. লুৎফে সিদ্দিকি, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়-সংক্রান্ত বিশেষ দূত, মুহাম্মদ এ. (রুমি) আলী, সাবেক ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক, মেহরিয়ার এম হাসান, চেয়ারম্যান, ব্র্যাক ব্যাংক পিএলসি, ড. জাহিদ হোসেন, সাবেক প্রধান অর্থনীতিবিদ, বিশ্ব ব্যাংক গ্রুপ, ঢাকা অফিস, অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান, ভাইস চ্যান্সেলর, জেড এন আরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সাইন্স এবং সাব্বির আহমেদ এফসিএ, পার্টনার, হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানি।

বাংলাদেশ ব্যাংক জানায়, এই টাস্কফোর্স প্রধানত আর্থিক স্থিতিশীলতা রক্ষার্থে ব্যাংকিং খাতের বর্তমান আর্থিক পরিস্থিতি, মন্দ সম্পদ এবং প্রধান ঝুঁকিগুলো নিরূপণ, দুর্বল ব্যাংকগুলোর আর্থিক সূচক পর্যালোচনা, ঋণের প্রকৃত অবস্থা নিরূপণ, প্রভিশন ঘাটতি নিরূপণ, তারল্য পরিস্থিতি পর্যালোচনা, নিট মূলধন নির্ণয়, সম্পদের প্রকৃত মূল্য নির্ধারণ, সংশ্লিষ্ট ব্যাংকের মন্দ সম্পদকে পৃথকীকরণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবে। এছাড়াও টাস্কফোর্সের মাধ্যমে সংকটকালীন প্রতিঘাতসক্ষমতা অর্জনে ব্যাংকের সুশাসন এবং ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালীকরণ প্রক্রিয়ার আওতায় রেগুলেটরি ফ্রেমওয়ার্ক উন্নয়ন, ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক এবং করপোরেট প্রভাব সীমিতকরণ, ব্যাংকের মালিকানা সংস্কার ইত্যাদি সংক্রান্ত প্রস্তাবনা দেবে এবং প্রবলেম ব্যাংকের জন্য রিকভারি এবং রেজুলেশন ফ্রেমওয়ার্ক ও সংশ্লিষ্ট গাইডলাইন প্রস্তুতকরণ, দুর্বল ব্যাংকসগুলোর জন্য বিভিন্ন নীতিগত ব্যবস্থা/পদক্ষেপ নেওয়া হবে।

টাস্কফোর্স আর্থিকখাত সংশ্লিষ্ট বিভিন্ন আইন যেমন ব্যাংক কোম্পানি আইন, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ইত্যাদি সংস্কার এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ব্যাংক অধিগ্রহণ, একীভূতকরণ আইন প্রণয়ন, সংস্কার ও যুগোপযোগীকরণের প্রস্তাব দেবে এবং ব্যাংকিং খাতের শ্বেতপত্র প্রকাশের পদক্ষেপ নেবে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২৪)

পাঠকের মতামত:

১১ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test