E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনার খোঁজ নেই’

২০২৪ সেপ্টেম্বর ২৯ ২০:০৩:২৯
‘সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনার খোঁজ নেই’

স্টাফ রিপোর্টার : সমবায় ব্যাংকের লকার থেকে ১২ হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

আজ রবিবার দুপুরে কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ৫৭তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে যোগ দিতে এসে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা হাসান আরিফ বলেন, ‘ব্যাংকের সম্পত্তি বেদখল হয়ে আছে। যারা একসময় ব্যাংকে ছিলেন তারাই বেদখল করে বসে আছেন। সমবায় দাঁড়াতে পারছে না, কারণ সমবায়ীদের মধ্যে সমবায়ের মন-মানসিকতার অভাব। দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এসময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন, পিপিআরসি চেয়ারম্যান ড. হোসেইন জিল্লুর রহমান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ড. তোফায়েল আহমেদ, বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test