E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উন্নয়ন সহযোগীদের কাছ থেকে কাঙ্ক্ষিত প্রতিশ্রুতি মিলছে না

২০১৪ মে ০৩ ১২:৩০:২৪
উন্নয়ন সহযোগীদের কাছ থেকে কাঙ্ক্ষিত প্রতিশ্রুতি মিলছে না

স্টাফ রিপোর্টার : চলতি অর্থবছরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ৬শ' কোটি ডলারের প্রতিশ্রুতি আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে বর্তমান সরকারের। তবে রাজনৈতিক সংকটময় পরিস্থিতির কারণে কাঙ্ক্ষিত প্রতিশ্রুতি পাচ্ছে না উন্নয়ন সহযোগীদের কাছ থেকে।

এরই মধ্যে চলতি অর্থবছরের নয় অববাহিত হয়ে গেছে। এসময় উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতির পরিমাণ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৭ শতাংশ কমে গেছে।

জানা যায়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ তথ্যানুযায়ী জুলাই থেকে মার্চ পর্যন্ত নয় মাসে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ঋণ ও অনুদান মিলিয়ে মাত্র ২৯০ কোটি ৩৮ লাখ ডলারের প্রতিশ্রুতি আদায় করা সম্ভব হয়েছে। এর আগের অর্থবছরে এর পরিমাণ ছিলো ৫৪৩ কোটি ৩৬ লাখ ডলার।

ইআরডি সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের শুরুতে রাজনৈতিক সংকটময় পরিস্থিতিতে নতুন প্রকল্পে উন্নয়ন সহযোগীরা চুক্তিবদ্ধ হতে বিলম্ব করে, ফলে কাঙ্ক্ষিত প্রতিশ্রুতি আদায় করা সম্ভব হয়নি। কিন্তু নির্বাচন পরিবর্তী সময়কালেও এ প্রক্রিয়ায় ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। নয় মাসে ঋণ আকারে ২৪৬ কোটি ডলার এবং অনুদান আকারে ৪৪ কোটি ডলারের চুক্তি হয়েছে। এর আগের অর্থবছরের একই সময়ে ঋণের প্রতিশ্রুতি ছিলো ৪৮৬ কোটি ৫৯ লাখ ডলারের এবং অনুদানের প্রতিশ্রুতি ছিলো ৫৬ কোটি ৭৭ লাখ ডলারের।

তবে কাঙ্ক্ষিত প্রতিশ্রুতি না মিললেও অর্থ ছাড়ের পরিমাণ কিছুটা বেড়েছে। গত অর্থবছরের নয় মাসে ১৯০ কোটি ৮৬ লাখ ডলারের সমপরিমাণ অর্থ ছাড় করা হলেও চলতি অর্থবছরের নয় মাসে ছাড় করা হয়েছে ২১৭ কোটি ১৪ লাখ ডলার। চলতি অর্থবছরে নানামুখী অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও অর্থছাড় বৃদ্ধি পাওয়াকে ইতিবাচক উল্লেখ করেছেন ইআরডি'র কর্মকর্তারা। আসছে মাসগুলোতে কয়েকটি উন্নয়ন সহযোগী দেশের সাথে চুক্তির প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়ে আছে, ফলে প্রতিশ্রুতির আকারও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, চলতি অর্থবছরের নয় মাসে সবচেয়ে বেশি অর্থ ছাড় করেছে বিশ্বব্যাংক। সংস্থাটি ছাড় করেছে ৬৯ কোটি ৭৯ লাখ ডলারের সমপরিমাণ। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ছাড় করেছে ৩৮ কোটি ২৫ লাখ ডলার, জাপান ৩৪ কোটি ৪৭ লাখ, ইউএন ১১ কোটি ৪৫ লাখ, চীন ২২ কোটি ৩৪ লাখ, ভারত ৮ কোটি ৭৯ লাখ ডলার। ডলারের বিনিময়ে দেশীয় মুদ্রা টাকা কিছুটা শক্তিশালী হওয়ায় ঋণ পরিশোধের পরিমাণ কিছুটা কমেছে। নয়মাসে ৮৬ কোটি ২৫ লাখ ডলার পরিশোধ করা হয়েছে, গত অর্থবছরের একই পরিশোধ করা হয়েছে ৮৮ কোটি ডলার।

(ওএস/এটি/মে ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test