E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শেখ মুজিবের প্রতিকৃতি ছাড়াই আসছে নতুন নোট

২০২৫ মে ২৪ ১২:৩২:১৪
শেখ মুজিবের প্রতিকৃতি ছাড়াই আসছে নতুন নোট

স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাজারে আসছে নতুন নকশার ২০, ৫০ ও ১০০০ টাকার নোট। তবে এবার টাকায় থাকছে না কোনো নেতার ছবি— নতুন নোটগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ কোনো ব্যক্তির প্রতিকৃতি দেখা যাবে না।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন জানিয়েছেন, নতুন নোটে পরিচিত বা দেখলেই চিনতে পারবে এমন কোনো মানুষের প্রতিকৃতি থাকবে না। তবে স্বাধীনতা যুদ্ধ, যুদ্ধের কোনো চিত্র, ২০২৪ সালের জুলাই আন্দোলনের গ্রাফিতি বা চিত্র নতুন টাকাতে স্থান পাবে। কোনো বিশেষ ব্যক্তির অবয়ব নতুন টাকায় থাকছে না।

তিনি জানান, টাকায় স্বাধীনতা সংগ্রামী নেতা বা আত্মোৎসর্গকারী কারো ছবি থাকবে— সামাজিক মাধ্যমে এমন নানা গুজব ছড়ালেও সেগুলো ভিত্তিহীন।

মূলত গত ঈদুল ফিতরের আগেই নতুন টাকা ছাড়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে আগের ডিজাইন অনুযায়ী টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় একাধিক মহল আপত্তি তোলে। ফলে ওই টাকা বাজারে ছাড়ার সিদ্ধান্ত স্থগিত হয়ে যায়। এরপরই শুরু হয় নতুন ডিজাইন প্রক্রিয়া, যেখানে নিরপেক্ষতা ও ঐতিহাসিক ঘটনাপ্রবাহ তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়।

টাকশাল সূত্রে জানা গেছে, ২০ টাকার নোটের ছাপার কাজ প্রায় শেষ, যা চলতি সপ্তাহেই বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে। পরের সপ্তাহে প্রস্তুত হয়ে যাবে ৫০ এবং ১০০০ টাকার নোটও। এরপর বাংলাদেশ ব্যাংক বাজারে ছাড়ার সময় নির্ধারণ করবে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, সে সময় বিভিন্ন মহল থেকে নতুন টাকার নোট ছাড়ার দাবি ওঠে। কিন্তু নতুন নকশার টাকা বাজারে আনা সময় সাপেক্ষ হওয়ায় তা সম্ভব হয়নি। পরে ডিসেম্বরে নতুন নকশার নোট বাজারে আনার সিদ্ধান্ত হয়। তারই ধারাবাহিকতায় চলতি মাসে নতুন নকশার নোট ছাপানো শুরু হয়। প্রথম ধাপে ২০, ৫০ ও ১০০০ টাকার নোট ছাপানো হচ্ছে।

(ওএস/এএস/মে ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ জুন ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test