E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘এবারের বাজেট অসংগতি ও অপচয় কমানোর বাজেট’

২০২৫ জুন ০৩ ১৯:৫৮:৫৫
‘এবারের বাজেট অসংগতি ও অপচয় কমানোর বাজেট’

স্টাফ রিপোর্টার : অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে একটি ব্যতিক্রমী বাজেট বলব। এটা অসংগতি কমানোর বাজেট, অপচয় কমানোর বাজেট। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফাওজুল কবির খান বলেন, আমরা জ্বালানি বিভাগ থেকে এলপিজি গ্যাসের দাম কমানোকে সমর্থন করছি।

তিনি আরও বলেন, আমরা সড়ক বিভাগ থেকে চাঁদাবাজিকে সীমিত করার চেষ্টা করছি। আজকেই খবর পেয়েছি যারা গ্রামে বাড়ি যাচ্ছেন, তাদের থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।

পূর্বের কাজের সঙ্গে এখনকার কাজের তুলনা করে জ্বালানি উপদেষ্টা বলেন, আগের থেকে এখন মৌলিক পার্থক্য হচ্ছে আমরা এখন সরকার হিসেবে কাজ করছি, একসঙ্গে কাজ করছি। অনেকগুলো টেমপ্লেট হয়েছে। সবাই মিলে চেষ্টা করছি এসব টেমপ্লেটগুলো প্রতিষ্ঠিত করতে।

এ সময় শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাণিজ্য বিমান বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ বিভিন্ন আর্থিক খাতের প্রধানরা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/জুন ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test