E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘এবার সর্বোচ্চ দামে চামড়া বিক্রি হয়েছে’

২০২৫ জুন ১০ ২৩:২০:৪১
‘এবার সর্বোচ্চ দামে চামড়া বিক্রি হয়েছে’

স্টাফ রিপোর্টার : অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বিগত ১২ বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি দামে চামড়া বিক্রি হয়েছে। আগামী বছর আরও দাম বাড়বে। আজ মঙ্গলবার বিকেলে জয়পুরহাট শহরের আরাফাত নগর এলাকায় চামড়ার আড়ৎ ও সংরক্ষণাগার পরিদর্শনকালে  তিনি এ কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, সরকার চামড়ার পুরনো ঐতিহ্য ফিরে আনার চেষ্টা করছে। চামড়া সংরক্ষণ না করে পচিয়ে ফেললে সে দায়িত্ব সরকারের না।

তিনি বলেন, সরকার বিগত সময়ের সিন্ডিকেট ভাঙার জন্য ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি সঠিকভাবে চামড়া সংরক্ষণ করার জন্য বিভিন্ন স্থানে লবণ সহায়তা দিয়েছে। এ ছাড়া চামড়া পাচার রোধে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উপদেষ্টা বলেন, মাদরাসা ও এতিমখানাগুলো প্রয়োজনে তিনমাস চামড়া সংরক্ষণ করতে পারবে।

তিনি বলেন, সরকার লবণ দিয়ে চামড়া সংরক্ষণের উদ্যোগ নিয়েছে, যাতে চামড়া নষ্ট না হয় এবং ব্যবসায়ীরা ভালো দাম পান। বাজারে একদিনে প্রচুর সরবরাহ হলে দামে কিছুটা প্রভাব পড়ে। তবে সংরক্ষণ করে ধীরে ধীরে বিক্রি করলে আরও ভালো দাম পাওয়া সম্ভব।

এ সময় জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার আবদুল ওয়াহাব প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/জুন ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ জুন ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test