E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভোমরা স্থলবন্দরে চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা

২০১৪ মে ১৮ ১৪:১৪:২৭
ভোমরা স্থলবন্দরে চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা

সাতক্ষীরা প্রতিনিধি : চলতি অর্থ বছরে ভোমরা বন্দরে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।  হরতাল ও অবরোধের নামে জামায়াত বিএনপি’র সহিংসতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

ভোমরা শুল্ক অফিস সূত্রে জানা গেছে, ২০১৩-২০১৪ অর্থ বছরে ভোমরা বন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয় ১৬৯ কোটি টাকা। প্রথম ১০ মাসে আদায় হয়েছে ১১৩ কোটি ১৪ লাখ ৭৮ হাজার ৩৩০ টাকা। এর মধ্যে গত বছরের জুলাই মাসে ১১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ১৯১ টাকা, আগষ্ট মাসে চার কোটি ৮০ লাখ ৭৯ হাজার ২৭৬ টাকা, সেপ্টেম্বর মাসে নয় কোটি ৪২ লাখ ২১ হাজার ৫৯৫ টাকা, অক্টোবর মাসে পাঁচ কোটি ৮৯ লাখ ১২ হাজার ৩৬১ টাকা, নভেম্বর মাসে আট কোটি ৫৫ লাখ ৯৩ হাজার ৮৬১ টাকা, ডিসেম্বর মাসে পাঁচ কোটি ৮৯ লাখ ১২ হাজার ৩৬১ টাকা, চলতি বছরের জানুয়ারি মাসে ১০ কোটি ৩৭ লাখ সাত হাজার ২৫৩ টাকা, ফেব্রুয়ারি মাসে ১৪ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ১১৬ টাকা, মার্চ মাসে ২০ কোটি ৩৫ লাখ ১১ হাজার ৭৭০ টাকা, এপ্রিল মাসে ২১ কোটি ৮৭ লাখ ১৩ হাজার ১৭৫ টাকা রাজস্ব আদায় হয়েছে। চলতি মে মাসের ১৭ তারিখ পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে নয় কোটি তিন লাখ চার হাজার ৪৯১ টাকা।
১০ মাসের মধ্যে আগষ্ট মাসে সবচেয়ে কম রাজস্ব আদায় হয়েছে চার কোটি ৮০ লাখ ৭৯ হাজার ২৭৬ টাকা ও বেশি আদায় হয়েছে ২১ কোটি ৮৭ লাখ ১৩ হাজার ১৭৫ টাকা।
ভোমরা বন্দরের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল ফাঁসির রায় ঘোষণা দেয়। ওই দিন বিকেল থেকে সাতক্ষীরা জেলা জুড়ে সহিংসতা চালানো হয়। জামায়াতসহ ১৮ দলের ডাকা একের পর এক হরতাল ও অবরোধের প্রভাব পড়ে এ বন্দরের আমদানি রফতানিতে। ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর থেকে ভোমরা বন্দরসহ সাতক্ষীরা জেলা সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এহেন শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে রাজস্ব আদার একেবারে কমে যায়। যার ফলে চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হুমকির মধ্যে পড়ে। ফলে গত ১০ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১৩৪ কোটি এক লাখ ৬৮ হাজার টাকা থাকলেও আদায় হয়েছে ১১৩ কোটি ১৪ লাখ ৭৮ হাজার ৩৩০ টাকা।
ভোমরা বন্দরের সহকারি শুল্ক কমিশনার উত্তম কুমার বিশ্বাস জানান, বর্তমানে রাজনৈতিক স্থিতাবস্থা জারি থাকায় রাজস্ব আদায় বাড়ছে। তবে কয়েক মাস ধরে অবরোধ ও হরতাল না চললে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আরো ৫০ কোটি টাকা অধিক রাজস্ব আদায় হতো।

(আরকে/এএস/মে ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test