E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১৬ দিনে ৭০ কোটি ডলারের রেমিটেন্স

২০১৪ মে ২০ ২২:১৮:৪৮
১৬ দিনে ৭০ কোটি ডলারের রেমিটেন্স

স্টাফ রিপোর্টার : চলতি বছরের মে মাসের প্রথম ১৬ দিনে ব্যাংক ব্যবস্থার মাধ্যমে প্রবাসী বাংলাদেশীরা ৭০ কোটি মার্কিন ডলারের রেমিটেন্স (প্রবাসী আয়) পাঠিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, মে মাসের প্রথম ৯ দিনে রেমিটেন্স এসেছিল ৩৭ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার এবং ১০ থেকে ১৬ তারিখের মধ্যে ৩২ কোটি ১২ লাখ মার্কিন ডলার।

তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে প্রবাসী বাংলাদেশিরা রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়েছে ২১ কোটি ৫৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। দুটি বিশেষায়িত ব্যাংকের (বাংলাদেশ কৃষি ব্যাংক ও বেসিক ব্যাংক) মাধ্যমে এক কোটি মার্কিন ডলার। ৩৯টি বেসরকারি ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছে ৪৬ কোটি ৭২ লাখ ২০ হাজার মার্কিন ডলার এবং বিদেশি ৯টি ব্যাংকের মাধ্যমে ৬৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা।

প্রবাসীদের কাছ থেকে আসা ব্যাংক ব্যবস্থায় সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে রেমিটেন্স এসেছে ১৯ কোটি এক লাখ ৪০ হাজার মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ অগ্রণী ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ৭ কোটি ৬১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, সোনালী ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার এবং চতুর্থ অবস্থানে থাকা জনতা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ৫ কোটি ৯৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য মতে, চলতি ২০১৩-১৪ অর্থবছরে ব্যাংক ব্যবস্থার মাধ্যমে প্রথম মাস জুলাইয়ে প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়েছেন ১২৩ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার। তার পরের মাস আগস্টে ১০০ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার। সেপ্টেম্বরে ১০২ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার এবং অক্টোবরে ১২৩ কোটি ৪৭ লাখ ২০ হাজার এবং নভেম্বরে রেমিটেন্স পাঠিয়েছেন ১০৫ কোটি ১১ লাখ মার্কিন ডলার। ডিসেম্বরের ১২১ কোটি ২ লাখ ডলার, জানুয়ারিতে রেমিটেন্স এসেছে ১২৬ কোটি ৭ লাখ, ফেব্রুয়ারিতে এসেছে ১১৭ কোটি ৩১ লাখ এবং মার্চে এসেছে ১২৭ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা গেছে, ২০১১-১২ অর্থবছরে রেমিটেন্সের পরিমাণ ছিল ১ হাজার ২৮৪ কোটি ডলার। ২০১২-১৩ অর্থবছরে এর পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৬ কোটি ডলারে।

(ওএস/এস/মে ২০, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test