E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রমজানের আগেই বরিশালে ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধি

২০১৬ মে ১৭ ১৭:৩৮:৫১
রমজানের আগেই বরিশালে ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধি

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : রমজানের আগেই বরিশালের বাজারে লাগামহীন হয়ে পড়েছে আটটি ভোগ্যপণ্যের দাম। ওইসব ভোগ্যপণ্যের দাম গত এক সপ্তাহে কেজি অথবা লিটার প্রতি ১০ থেকে ৫০ টাকা করে বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে গুঁড়া দুধের।

এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি গুড়া দুধে দাম বেড়েছে ৫০ টাকা। অন্য পণ্যগুলোর দাম গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা করে বৃদ্ধি পেয়েছে। এসব পণ্যগুলোর মধ্যে রয়েছে রসুন, পেঁয়াজ, মসুরের ডাল, ছোলাবুট, চিনি, চিড়া ও গুড়। বরিশলের অন্যতম পাইকারি বিক্রয়কেন্দ্র বড় বাজারের একাধিক ব্যবসায়ীর সাথে কথা বলে এসব তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

ব্যবসায়ীরা দাম বৃদ্ধি পাবার কথা স্বীকার করে বলেন, চট্টগ্রামের খাতুনগঞ্জসহ মুল মোকামে এসব পণ্যের দাম বাড়ায় সারাদেশের খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। ব্যবসায়ীরা আরও জানান, আসন্ন রমজানকে সামনে রেখে ইফতারির উপকরণসহ কয়েকটি পণ্যের দাম ইতোমধ্যেই বেড়েছে। রমজানের আগে দাম আরও বৃদ্ধি পাবার আশংকা রয়েছে।

বর্তমানে বরিশালের খুচরা বাজারে দেশি-বিদেশি রসুন বিক্রি হচ্ছে প্রতি কেজি দেড় থেকে দুই’শ টাকা। ১৫ দিনের ব্যবধানে সবধরনের রসুনের দাম ২০ থেকে ৩০ টাকা বৃদ্ধি পেয়েছে। ছোলাবুটের কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা। এক সপ্তাহ আগে এর দাম ছিল ৭০টাকা। গুড়ের দাম ১৫ দিনের ব্যবধানে ২০ টাকা বৃদ্ধি পেয়ে এখন ৭০ টাকা, চিনির দাম কেজিতে ৭ টাকা বেড়ে এখন ৫২ টাকায় বিক্রি হচ্ছে। একসপ্তাহ আগে খেসারির ডালের কেজি ছিল ৬৫ টাকা। এখন তা বিক্রি হচ্ছে ৭০ টাকায়। চিড়ার দাম কেজিতে ৫ টাকা বৃদ্ধি পেয়ে ৩৫ টাকা হয়েছে। দেশি ও আমদানি করা পেঁয়াজের দামও প্রতি কেজিতে ১০টাকা করে বৃদ্ধি পেয়েছে।

উল্লে¬খিত ভোগ্যপণ্যের দাম বৃদ্ধির ব্যাপারে জেলা বাজার কর্মকর্তা লিয়াকত আলী জানান, রমজান মাসকে সামনে রেখে কিছু কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। বিষয়টি নিয়ে তিনি স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন।

ব্যবসায়ীরা তাকে বলেছেন, মুল মোকামে দাম বৃদ্ধি পাওয়ায় তাদেরকে বেশি দামে পাইকারি কিনতে হচ্ছে। আর তাদের কাছ থেকে ক্রয় করে খুচরা ব্যবসায়ীরা বিক্রি করায় খুচরা বাজারে দাম বৃদ্ধি পেয়েছে।

পণ্যের দাম বৃদ্ধির ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুমি রানী মিত্র বলেন, বিষয়টি দেখার দায়িত্ব জেলা বাজার কর্মকর্তার। তবে রমজান মাসে ভোক্তা অধিকার সংরক্ষণে নজরদারী বৃদ্ধি করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)’র জেলা সাধারণ সম্পাদক রণজিৎ দত্ত বলেন, কতিপয় অসাধু পাইকারী ব্যবসায়ীরা রমজানের আগেই পণ্য মজুদ করায় আকস্মিকভাবে বিশেষ কিছু ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে।

(টিবি/এএস/মে ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test