E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এক ঘণ্টায় লেনদেন ১৩৭ কোটি টাকা, সূচক ঊর্ধ্বমুখী

২০১৪ জুন ০৯ ১৩:০৩:৩৪
এক ঘণ্টায় লেনদেন ১৩৭ কোটি টাকা, সূচক ঊর্ধ্বমুখী




স্টাফ রিপোর্টার : এক দিন পরই যেন ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের চিত্র ঘুরে দাঁড়ালো। রোববার যেমন পতনের ধারায় লেনদেন শুরু হয়েছিল তেমনি সোমবার উত্থানের ধারায় লেনদেন শুরু হয়েছে। এক ঘণ্টা লেনদেন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৩৭ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের সব ধারণের মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এছাড়া লেনদেনে অংশ নেওয়া ৮৩ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। মোট লেনদেন হয়েছে ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৯৭টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৬৬ পয়েন্ট বেড়েছে এক ঘণ্টায়। এই সূচক অবস্থান করছে ৪ হাজার ৪১৩ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ১৭ পয়েন্ট বেড়ে অকস্থান করছে ১ হাজার ১৪ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬২৬ পয়েন্টে।

(ওএস/এটিআর/জুন ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test