E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপে সন্তুষ্ট ইইউ : বাণিজ্যমন্ত্রী

২০১৬ জুলাই ৩১ ১৫:৫৪:১১
জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপে সন্তুষ্ট ইইউ : বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার :জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পদক্ষেপে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সন্তুষ্ট বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সচিবালয়ে আজ রবিবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুনের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

তোফায়েল আহমেদ বলেন, হলি আর্টিজানের ঘটনার পর বিদেশি ক্রেতা বা ব্যবসা-বাণিজ্য করে তাদের মধ্যে উদ্বেগ আসতে পারে। জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যে পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছে সে বিষয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

তাদের নিরাপত্তার ব্যাপারে আমরা নিশ্চয়তা দিয়েছি। কোনো সংস্থা যদি নিরাপত্তার ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য চায়, সে বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব- বলেন বাণিজ্যমন্ত্রী। বিদেশি বন্ধুদের সহায়তা দেওয়া সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়- জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, অনেকে হয়ত সড়কপথে ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন। প্রয়োজন হলে আমরা তাদের এসকর্ট দেব। অনেকে খুলনা যাবেন, বরিশাল যাবেন- আমরা এসকর্ট দেব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সভায় এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। স্থাপনাগুলোতেও নিরাপত্তার ব্যবস্থা আমরা করব।

বাংলাদেশের তৈরি পোশাকের ৫৪ শতাংশ ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি হয় জানিয়ে মন্ত্রী বলেন, সেটায় যাতে ব্যাঘাত না হয় সে বিষয়ে আমরা আলোচনা করেছি। মন্ত্রী বলেন, কল্যাণপুরের ঘটনার মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন দেশকে একটা মেসেজ দিয়েছি- বাংলাদেশ পারে, জঙ্গি ও সন্ত্রাস আর বৃদ্ধি করতে দেবে না। এটাকে প্রতিহত করার মতো দক্ষতা ও ক্ষমতা বাংলাদেশ সরকারের আছে। সন্ত্রাসবাদের বিষয়ে দেশে মানুষের মধ্যে যে ঐক্য সৃষ্টি হয়েছে সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের অবহিত করা হয়েছে বলেও জানান তোফায়েল আহমেদ। সেদিন বেশি দূরে নয়, যে দিন বাংলাদেশ জঙ্গি ও সন্ত্রাসমুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। এ মেসেজগুলো আমরা তাদের দিয়েছি।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, জঙ্গিরা থেমে যাবেন কারণ কেউ ক্ষমা পাবেন না। বাস্তব পদক্ষেপ সরকার নিতে যাচ্ছে। এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তোফায়েল আহমেদ বলেন, আমরা একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ করেছি। আমরা একসঙ্গে কাজ করব। গত ১২ মে মিটিং করেছি, আজকে মিটিং করলাম। তিনি বলেন, থ্রি প্লাস ফাইভ গ্রুপের (পাঁচ দেশের রাষ্ট্রদূত ও তিন মন্ত্রণালয়ের সচিব) এ মিটিংয়ে কোনো সমস্যা হলে তারা আলোচনা করবে। আমরা সমস্যার সমাধান করব, আগস্ট মাসের ১৮ তারিখে আবার থ্রি প্লাস ফাইভ মিটিং হবে।




(ওএস/এস/জুলাই ৩১,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test