E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জ সিটির উন্নয়নে একনেকে ১৯১ কোটি টাকার প্রকল্প অনুমোদন

২০১৬ আগস্ট ০২ ১৫:০৪:০৮
নারায়ণগঞ্জ সিটির উন্নয়নে একনেকে ১৯১ কোটি টাকার প্রকল্প অনুমোদন

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) নগর সেবার মান আরও বাড়াতে ১৯১ কোটি টাকা ব্যয় করবে সরকার। নারায়ণগঞ্জ সিটির বিভিন্ন রাস্তাঘাট ও ড্রেন নির্মাণ এবং বৃক্ষরোপণসহ উন্নয়ন কর্মকাণ্ডে এই অর্থ ব্যয় করবে এনসিসি।

এজন্য ‘নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের রাস্তা, ড্রেন নির্মাণ ও পুনঃনির্মাণ এবং বৃক্ষরোপণ’ নামের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

এছাড়া সভায় মোট সাতটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৪৮৮ কোটি ১৪ লাখ টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

প্রকল্পটি সম্পর্কে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ একটি পুরনো বন্দর শহর। মহানগরটির অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। ড্রেনেজ সিস্টেম না থাকায় বর্ষাকালে অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। তাই এসব সমস্যা সমাধানের জন্য ‘নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের রাস্তা, ড্রেন নির্মাণ ও পুনঃনির্মাণ এবং বৃক্ষরোপণ’ প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। প্রকল্পটিতে ব্যয় হবে ১৯১ কোটি ২৪ লাখ টাকা।

তিনি বলেন, একনেক সভায় মোট সাতটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৪৮৮ কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৪৩০ কোটি ৭৭ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫৭ কোটি ৩৭ লাখ টাকা।

একনেক সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হচ্ছে ৩৮৮ কোটি টাকার ‘জামালপুর ও শেরপুর জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প।

‘ঢাকা মহানগরীতে ১১টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৬টি মহাবিদ্যালয় (সরকারি) স্থাপনা’ শীর্ষক তৃতীয় সংশোধিত প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪৩৫ কোটি টাকা। ১৫৬ কোটি টাকা ব্যয়ে ‘হাজী মুহম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরর বিশেষ উন্নয়ন’ প্রকল্প।

‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন` শীর্ষক দ্বিতীয় সংশোধিত প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১২০ কোটি টাকা।‘মুন্সিগঞ্জ, ফরিদপুর, চাঁদপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট জেলার পাঁচটি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন’ শীর্ষক তৃতীয় সংশোধিত প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২৪৪ কোটি টাকা। এছাড়া ৯৪ কোটি টাকা ব্যয়ে ‘মহিলা কারারক্ষীদের জন্য অাবাসন নির্মাণ’ প্রকল্প।

(ওএস/এএস/আগস্ট ০২, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test