E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিনিয়োগে উল্লম্ফন ছাড়া বৈষম্য দূর হবে না

২০১৪ জুন ১০ ১৬:১১:২৩
বিনিয়োগে উল্লম্ফন ছাড়া বৈষম্য দূর হবে না

স্টাফ রিপোর্টার : বেসরকারি বিনিয়োগ হারে উল্লম্ফন প্রয়োজন। সেজন্য শুধু বিনিয়োগের পরিবেশ উন্নয়ন দরকার বলে হতাশভাবে অপেক্ষা করা যায় না।

সব এলাকায় স্থানীয় সম্ভাবনাগুলোকে সর্বোচ্চ সদ্বব্যবহার করতে হবে। এরকম বিনিয়োগ ছাড়া বৈষম্য ও দারিদ্র্য হ্রাস সম্ভব হবে নয়।

মঙ্গলবার রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে পাক্ষিক অনন্যা, দৈনিক ইত্তেফাক, ক্লিক ইত্তেফাক.কমের উদ্যোগে আয়োজিত আলোচনায় বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থার (বিআইডিএস) গবেষণা পরিচালক ড. রুশিদান ইসলাম রহমান একথা বলেন।

পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেনের সঞ্চালনায় ‘বৈষম্য রোধে বাজেট’ শীর্ষক আলোচনায় মূল বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়লগের রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান।

(ওএস/এটিআর/জুন ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test