E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘রাজস্ব আদায়ে গতি বাড়াতে প্রক্রিয়া চলছে’

২০১৬ আগস্ট ২৩ ২২:৩২:৪০
‘রাজস্ব আদায়ে গতি বাড়াতে প্রক্রিয়া চলছে’

স্টাফ রিপোর্টার : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, চলতি (২০১৬-১৭) অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অনেক উচ্চাভিলাসী। তবে এ লক্ষ্যমাত্রা পূরণ করতে প্রক্রিয়া চলছে। গত দুই মাসে যেভাবে বাজেট বাস্তবায়ন হয়েছে তাতে এ লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে বলে আশাবাদী তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘কী ইমপ্যাক্টস অ্যান্ড অ্যানালাইসিস অব দ্য বাংলাদেশ ফিন্যান্স অ্যাক্ট-২০১৬’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অর্থনীতি নিয়ে আন্তর্জাতিক পরামর্শ প্রতিষ্ঠান পিডব্লিউসির বাংলাদেশ অফিসের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

মুহিত বলেন, এবারের রাজস্ব আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডকে দেওয়া লক্ষ্যমাত্রা উচ্চাভিলাসী। আমি আশাবাদী এনবিআর এ লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে। ইতোমধ্যেই তারা এ বিষয়ে ভালো তৎপরতা দেখিয়েছে। চলতি আগস্ট শেষ হলেই অর্থবছরের প্রথম দুই মাসের রাজস্ব আদায়ের হার দেখলেই বোঝা যাবে। তারা কতটুকু সক্ষম।

তিনি বলেন, অর্থবছরের প্রথম প্রান্তিক শেষ হলে বাজেটের মূল্যায়ন করা যাবে। এবারের অর্থবিলে খুব একটা পরিবর্তন করা হয়নি।

আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনবিআর কর্মকর্তা পারভেজ ইকবাল, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ড অশ্রুজিৎ মণ্ডল প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্যাক্স আইন বিশেষজ্ঞ সুস্মিতা বসু।

প্রসঙ্গত, পিডব্লিউসি হলো যুক্তরাষ্ট্রের নিউইয়ার্কভিত্তিক একটি পরামর্শ প্রতিষ্ঠান। অর্থনীতির বিভিন্ন বিষয়ে বিশ্বের ১৫৭টি দেশে তাদের কর্পোরেট অফিস রয়েছে। সরকারি এবং বেসরকারি পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে তারা পরামর্শ দিয়ে থাকে।

(ওএস/এএস/আগস্ট ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test