E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিদেশিদের ভয়-ভীতি দূর হয়ে গেছে’

২০১৬ সেপ্টেম্বর ০৩ ১৭:৪৭:০৫
‘বিদেশিদের ভয়-ভীতি দূর হয়ে গেছে’

নারায়ণগঞ্জ প্রতিনিধি : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রাজধানী গুলশানের হলি আর্টিজানের ঘটনার পর বিদেশিরা শঙ্কিত হয়ে পড়েছিল, তাদের ভয়-ভীতি এখন দূর হয়ে গেছে। তার বড় প্রমাণ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট। তিনি জানিয়েছেন, ব্যবসা-বাণিজ্যে হলি আর্টিসানের ঘটনা প্রভাব ফেলবে না।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড রেমি হোল্ডিংস লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট, বেপজার এক্সিকিউটিভ চেয়ারম্যান মেজর জেনারেল হাবিবুর রহমান, আদমজী ইপিজেডের জিএম আশরাফুল কবীর, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক, এডিসি গাউসুল আজম, বিটপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিরান আলী, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মুহাম্মদ সরাফত উল্লাহ প্রমুখ।

বাণিজ্যমন্ত্রী বলেছেন, বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। পাকিস্তান থেকে রফতানি, রিজার্ভ, অর্থনৈতিক এবং সামাজিকসহ সকল খাতে আমরা অনেক বেশি এগিয়ে। ২০২১ সালে আমাদের মোট রফতানি হবে ৬০ বিলিয়ন ডলার। তৈরি পোশাক থেকে পাবো ৫০ বিলিয়ন ডলার। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি নম্বর পেয়ে গ্রিন কারখানা (প্লাটিনাম) রূপান্তর হয়েছে, বাংলাদেশ অর্থনৈতিক ভাবে এগিয়ে যাবে এবং ২০২১ সালে আমাদের তৈরি পোশাক খাত থেকে ৫০ বিলিয়ন বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। অর্থাৎ ৫০ বিলিয়নে টার্গেটে আমরা পৌঁছাতে পারবো এ কারখানা দেখে আজকে প্রমাণিত হয়েছে।

আমাদের দেশে সাম্প্রতিককালে যে সব জঙ্গি তৎপরতা হয়েছে, তা হয়েছে দেশি-বিদেশিদের টার্গেট করে। যারা আমাদের দেশের জন্য সাহায্য করে। কিন্তু দক্ষতার সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের নির্মূলের পদক্ষেপ গ্রহণ করেছে।

আইন-শৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে কয়েকটি ঘটনায় জঙ্গি দমন করতে পেরেছে। আমরা প্রত্যেকেই সতর্কতার সঙ্গে চলাফেরা করি। বিদেশেও এভাবে সতর্কতার সঙ্গে সকলে চলাফেরা করে।

এসময় মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট বলেন, আমেরিকা সব সময়ই মালিক এবং কর্মচারীদের সম্পর্ককে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এখানেও সবকিছু মানা হচ্ছে, দেখে ভালো লাগছে। আমেরিকা সব সময়ই বাংলাদেশের পাশে থাকবে।

সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট পেয়ে বিশ্বের এক নম্বর গ্রিন ফ্যাক্টরি হিসেবে এলইইডি প্লাটিনামের স্বীকৃতি পাবার জন্য রেমি হোল্ডিংস লিমিটেড এবং বিটপি গ্রুপকে সাধুবাদ জানান।

আদমজী ইপিজেড ২০১৪ সালে এই ফ্যাক্টরির কনস্ট্রাকশনের কাজ শুরু করে। এতে নির্মাণে খরচ হয় ১৭ মিলিয়ন ইউএস ডলার (১৩৩ কোটি টাকা প্রায়) । বর্তমানে ১৫০০ কর্মী এই কারখানায় কর্মরত আছেন। তবে সামনে প্রায় সাড়ে তিন হাজার কর্মী একযোগে এখানে কাজ করতে পারবেন।

প্রসঙ্গত, সম্প্রতি রেমি হোল্ডিংস লিমিটেড ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (এলইইডি)’ এর সন্মানজনক ‘এলইইডি প্লাটিনাম’ স্বীকৃতি লাভ করে বিশ্বের মধ্যে সর্বাধিক নম্বর পেয়ে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test