E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশ এখন বিশ্ব অর্থনীতির স্বীকৃত রোল মডেল

২০১৬ নভেম্বর ০১ ০৯:৫৮:৪৯
বাংলাদেশ এখন বিশ্ব অর্থনীতির স্বীকৃত রোল মডেল

নিউজ ডেস্ক : বাংলাদেশকে বিশ্ব অর্থনীতির রোল মডেল হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। যা বিশ্বব্যাংক তথা আন্তর্জাতিক সংস্থা কর্তৃক স্বীকৃত। তিনি বলেন, ২০২০ সালের আগেই কাঙ্ক্ষিত দুই অংকের জিডিপি প্রবৃদ্ধি পৌঁছাতে হলে আরো বিদেশি বিনোয়োগ প্রয়োজন।

বিচার বিভাগ পৃথকের ৯ম বর্ষপূর্তিতে দেয়া এক বাণীতে সোমবার এসব কথা বলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আপিল বিভাগে মাজদার হোসেন মামলার ঐতিহাসিক রায়ের মাধ্যমে ২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে বিচার বিভাগ যাত্রা শুরু করে।

পাঁচ পৃষ্ঠায় দেয়া এ বাণীতে বর্তমান বিচার বিভাগের অবস্থা, গৃহীত পদক্ষেপ, নানা সীমাবদ্ধতা, মামলা নিষ্পত্তির হারসহ তার নানা অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, মামলা দায়ের ও নিষ্পত্তির পরিমাণের ব্যবধান বিচারকদের শূন্যের পর্যায়ে নামিয়ে আনতে হবে।

প্রধান বিচারপতি তার বাণীতে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রণীত ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদটি পুনঃপ্রবর্তন সময়ের দাবি। তিনি বলেন, বিচার বিভাগের কর্মদক্ষতার উপর একটি দেশের মানদণ্ড নির্ধারিত হয়। সরকারের কৃতিত্ব পরিমাপ করার সর্বোত্তম মাপকাঠি হচ্ছে তার বিচার বিভাগের দক্ষতা ও যোগ্যতা।

এসকে সিনহা বলেন, তীব্র অবকাঠামোগত সমস্যা, জনবল সংকট ও প্রতিকূলতা থাকা সত্ত্বেও দ্রুত ও গুণগত বিচার নিষ্পত্তি নিশ্চিতে বিচারকরা কাজ করছেন। মামলা নিষ্পত্তির হার বাড়ছে। ফলে বিচার বিভাগের উপর জনগণের আস্থাও বাড়ছে।

প্রধান বিচারপতি সর্বোচ্চ আদালতসহ দেশের আদালতসমূহে তথ্যপ্রযুক্তি ব্যবহার তথা ডিজিটালাইজেশনের নেয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

দেশের সব আদালতে তথ্যপ্রযুক্তি নিশ্চিতে প্রধানমন্ত্রী কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের সহযোগিতায় নেয়া পদক্ষেপ তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, এর ফলে অচিরেই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে।

(ওএস/এএস/নভেম্বর ০১, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test