E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘প্রবৃদ্ধি অর্জনে রপ্তানির বিকল্প নেই’

২০১৬ নভেম্বর ০৩ ১২:০৫:২২
‘প্রবৃদ্ধি অর্জনে রপ্তানির বিকল্প নেই’

স্টাফ রিপোর্টার : অর্থনীতির প্রবৃদ্ধি অর্জনে রপ্তানির বিকল্প নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সন্ধ্যা সাতটায় লেদারটেক-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

তিনি বলেন, আমাদের লক্ষ্য ভিশন-২০২১ অর্জন। স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে আমাদের রপ্তানি হবে ৬০ বিলিয়ন ডলার। এর মধ্যে ৫০ বিলিয়ন ডলার আয় হবে পোশাকশিল্পের মাধ্যমে, ৫ বিলিয়ন ডলার আয় হবে চামড়া শিল্পের মাধ্যমে আর বাকি ৫ বিলিয়ন আয় হবে অন্য শিল্পের মাধ্যমে। মোট কথা রূপকল্প-২০২১ বাস্তবায়নে রপ্তানির কোনো বিকল্প নেই।

অন্যদিকে ট্যানারিগুলো চামড়া শিল্প পার্কে চলে গেলে তা দেশের চামড়া শিল্পের ইমেজ ভালো করবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, ট্যানারিগুলো চামড়া শিল্প পার্কে স্থানান্তরিত করা উচিত। এতে এ শিল্পেরই ইমেজ বাড়বে। এ শিল্পের পৃষ্ঠপোষকতায় সরকার ১৫ শতাংশ নগদ প্রণোদনা দিচ্ছে। সামনে আরও সাহায্য সহযোগিতা করবে।

(ওএস/এএস/নভেম্বর ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test