E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগামী বাজেট ৩ লাখ ৯০ হাজার কোটি টাকার

২০১৬ নভেম্বর ১৪ ১৬:১৪:৪৫
আগামী বাজেট ৩ লাখ ৯০ হাজার কোটি টাকার

স্টাফ রিপোর্টার : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৩ লাখ ৯০ হাজার কোটি টাকার।

অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়নের অগ্রগতি সন্তোষজনক। তবে দুয়েকটি ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। এসব সমস্যা কাটিয়ে ওঠার পদক্ষেপ নিচ্ছি আমরা।

সোমবার দুপুরে সচিবালয়ে মুদ্রা ও মুদানীতিসংক্রান্ত সমন্বয় কমিটি এবং বাজেট পর্যালোচনা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী এ কথা বলেন।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুবব আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমানসহ সংশ্লিষ্টরা ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, আমাদের রেমিট্যান্স প্রবাহের গতি কিছুটা মন্থর হলেও দেশে রেমিট্যান্স আসায় তেমন প্রভাব পড়েনি। কারণ ব্যাংকিং চ্যানেলে কিছু সমস্যার কারণে হুন্ডির মাধ্যমে অর্থ আসছে। এ সমস্যা কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও অর্থ বিভাগ খুব শিগগিরই বসবে।

(ওএস/এএস/নভেম্বর ১৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test