E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আবারো কমলো সোনার দাম

২০১৬ নভেম্বর ২০ ১৮:৩২:৩২
আবারো কমলো সোনার দাম

স্টাফ রিপোর্টার : এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারো কমানো হলো সোনার দাম। নতুন দাম অনুযায়ী, ভরিপ্রতি ৯৯১ টাকা পর্যন্ত কমানো হয়েছে। তবে বাড়ানো হয়েছে রুপার দাম। রবিবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) নতুন এ দর নির্ধারণ করেছে।

আগামীকাল সোমবার থেকে সোনার এ নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি। এর আগে ১৪ নভেম্বর সোনার দাম কমিয়েছিল বাজুস।

বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী ভরিপ্রতি সোনার দাম সর্বনিম্ন ৫৮৩ থেকে সর্বোচ্চ ৯৯১ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

এর মধ্যে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দর নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার ৮৯৭ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৬ টাকা এবং ১৮ ক্যারেট ৩৭ হাজার ৯০৮ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২৫ হাজার ১৯ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম এক হাজার ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৯৯১ টাকা, ২১ ক্যারেটে কমেছে ৮১৬ টাকা এবং ১৮ ক্যারেটে কমেছে ৫৮৩ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমেছে ৯৯১ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম বেড়েছে ১১৬ টাকা।

তবে আজ রবিবার পর্যন্ত প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দর নির্ধারণ করা হয়েছে ৪৬ হাজার ৩৪৭ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৬৭৩ টাকা এবং ১৮ ক্যারেট ৩৮ হাজার ৩৯১ টাকা। এ ছাড়াও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২৬ হাজার ১১ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ৯৩৩ টাকা দরে বিক্রি হবে।

জানা গেছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমায় দেশের বাজারে তা সমন্বয় করতে দাম কমিয়েছে বাজুস। রবিবার পর্যন্ত প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দর নির্ধারণ করা হয়েছে ৪৬ হাজার ৩৪৭ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৬৭৩ টাকা এবং ১৮ ক্যারেট ৩৮ হাজার ৩৯১ টাকা। এ ছাড়াও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২৬ হাজার ১১ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ৯৩৩ টাকা দরে বিক্রি হবে।

জানা গেছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমায় দেশের বাজারে তা সমন্বয় করতে দাম কমিয়েছে বাজুস।

(ওএস/এএস/নভেম্বর ২০, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test