E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ট্রাম্পের পদক্ষেপে রপ্তানি বাণিজ্যে আশার আলো দেখা যাচ্ছে’

২০১৬ নভেম্বর ২৩ ১৫:৪২:৫৩
‘ট্রাম্পের পদক্ষেপে রপ্তানি বাণিজ্যে আশার আলো দেখা যাচ্ছে’

স্টাফ রিপোর্টার : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জয়ে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে আশার আলো দেখা যাচ্ছে। ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) বাণিজ্য চুক্তি থেকে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলে তা বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের জন্য ভালো হবে।

বুধবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস (এমডিজি ২০০১-১৫)- এর চূড়ান্ত মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ট্রাম্পের প্রশংসা করে বলেন, ‘সমালোচনার জন্ম দেয়- এমন কিছু কথা ভোটের আগে তিনি (ট্রাম্প) বলেছেন। কিন্তু এখন তিনি এসব থেকে সরে এসেছেন।’

তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা এমডিজি অর্জনে দক্ষতা দেখিয়েছি। জাতির জনকের মতোই বাংলাদেশের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আমাদের প্রবৃদ্ধি অর্জনও ভালো। এই প্রবৃদ্ধি ৮ শতাংশে নিয়ে যেতে পারলে ২০৩০ সালের মধ্যেই দেশে হতদরিদ্র মানুষের সংখ্যা ৩ শতাংশের নিচে নেমে আসবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম, বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন ।

(ওএস/এএস/নভেম্বর ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test