E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বাংলা অভিধান থেকে মঙ্গা শব্দটি বিদায় করে দিলাম’

২০১৬ নভেম্বর ৩০ ১৪:৪০:০৭
‘বাংলা অভিধান থেকে মঙ্গা শব্দটি বিদায় করে দিলাম’

স্টাফ রিপোর্টার : দেশে এখন আর মঙ্গা নেই। তাই আমরা আনন্দের সঙ্গে বাংলা অভিধান থেকে মঙ্গা শব্দটি বিদায় করে দিলাম। বুধবার রাজধানীর পিকেএসএফ মিলনায়তনে মঙ্গা নিরসন সমন্বিত উদ্যোগ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।

তিনি বলেন, আগামী ৮ বছরের মধ্যে দেশে কোনো দরিদ্র থাকবে না। তার মানে এই নয় যে, একেবারে দরিদ্র থাকবে না। কিছু সংখ্যক বৃদ্ধ, বয়স্ক, প্রতিবন্ধী থেকেই যাবে। তবে তাদের কীভাবে কী করা যায়- সে উদ্যোগ নিচ্ছি।

পিকেএসএফ’র চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ এবং পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম।

অর্থ সচিব মাহবুব আহমেদ বলেন, দেশে দারিদ্র্য কমেছে কিন্তু বৈষম্য রয়ে গেছে। তবে বিশ্বব্যাপী যে হারে বৈষম্য সৃষ্টি হয়েছে দেশে সে তুলনায় কম। দারিদ্র্যবিমোচনে সরকারের প্রচেষ্টা সফল হয়েছে। মঙ্গা বিদায় হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, পিকেএসএফ কর্তৃক বাস্তবায়িত প্রাইম কর্মসূচির আওতায় অতি দরিদ্রদের সংগঠিত করার মাধ্যমে তাদের মাঝে নমনীয় সঞ্চয়, সহনীয় ও নমনীয় ঋণ এবং আপৎকালীন ঋণ প্রদান করা হয় এবং আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে (আইজিএ) অতি দরিদ্র সদস্যদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্ব-নিয়োজিত ও মজুরিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রশিক্ষণ দেয়া হয়। অতি দরিদ্র পরিবারের নাজুকতা দূরীকরণে আর্থিক সেবার পাশাপাশি স্বাস্থ্য ও কারিগরি সেবা দেয়া হয়। এছাড়া প্রয়োজনে মঙ্গাকালীন কাজের বিনিময় অর্থ কার্যক্রম এবং সুপেয় পানি বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

(ওএস/এএস/নভেম্বর ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test