E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশকে আর অর্থ দেবে না রিজাল ব্যাংক

২০১৬ নভেম্বর ৩০ ১৫:৫৭:৩৮
বাংলাদেশকে আর অর্থ দেবে না রিজাল ব্যাংক

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া বাকি অর্থ ফেরত দেবে না ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন (আরসিবিসি)। বাংলাদেশ ব্যাংকের অবহেলার জন্যই নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন ডলার চুরি হয়েছে। এমন কারণ দেখিয়ে আরসিবিসি বলছে, বাংলাদেশ ব্যাংককে আর কোনো টাকা দেয়া হবে না।

ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজের গণমাধ্যমকে ব্যবহার করে ফিলিপাইন সরকারকে অর্থ পরিশোধ করতে চাপ দিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেছেন আরসিবিসি ব্যাংকের পরামর্শক থিয়া ডায়েথ। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘বাংলাদেশ ব্যাংকের অবহেলার কারণেই রিজার্ভ থেকে অর্থ চুরি হয়েছে। তাই এ ব্যাপারে তাদের স্বচ্ছ থাকা উচিত। ফিলিপাইন সরকারের কাছে বাংলাদেশ ব্যাংককে যথার্থ প্রমাণ উপস্থাপন করতে হবে এবং এই চুরির জন্য যারা দায়ী, তাদের চিহ্নিত করতে হবে।’

জন গোমেজ সোমবার ডেইলি ইনকোয়ারারকে বলেছেন, ‘আমরা রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের কাছে অবশ্যই অর্থ দাবি করবো। এর আগে বেশ কিছু শুনানিতে তারা বলেছিল, তাদের দোষ প্রমাণিত হলে তারা বাংলাদেশকে পাঁচ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে। তারা পরিষ্কারভাবেই এটা জানিয়েছিল। কিন্তু এখন সবকিছু অস্বীকার করছে ব্যাংকটি।’

আরসিবিসির এমন কঠোর অবস্থানের পরিপ্রেক্ষিতে রিজার্ভের চুরি হওয়া অর্থের সিংহভাগ অংশই ফেরত পাওয়ার আশা ক্ষীণ হয়ে আসছে। চুরি হওয়া রিজার্ভের মধ্যে প্রায় দেড় কোটি ডলার এরই মধ্যে ফেরত পেয়েছে বাংলাদেশ। কিন্তু বাকি প্রায় সাড়ে ৬ কোটি ডলার ফেরত পাওয়া যাবে কিনা তা-ও নিশ্চিত নয়।

তবে চুরি যাওয়া অর্থের বাকি অংশ ফেরত দেবে না বলে ফিলিপাইনের রিজাল ব্যাংক যে বিবৃতি দিয়েছে, বাংলাদেশ সেটাকে অপ্রাসঙ্গিক বলে বর্ণনা করেছে।

জন গোমেজ জানিয়েছেন, বাংলাদেশ ফিলিপাইনের সরকারের মাধ্যমে ওই ব্যাংকের ওপর চাপ সৃষ্টি করছে। ফিলিপাইনের রিজাল ব্যাংকিং কর্পোরেশনের যে তিনজন ঊর্ধ্বতন আইনজীবী এই অর্থের বিষয়ে কাজ করছিলেন, তারা গত রাতে পদত্যাগ করেছেন বলে বাংলাদেশকে জানানো হয়েছে।

তিনি মনে করেন, ফিলিপাইনের সরকার অর্থ আদায়ের ব্যাপারে বাংলাদেশকে সহযোগিতা করছে। ফলে বাংলাদেশ রিজাল ব্যাংকের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে না। এছাড়া বাংলাদেশ ব্যাংকের অবহেলার কারণেই রিজার্ভের অর্থ চুরি যাওয়ার কথাও মানতে রাজি নয় বাংলাদেশ।

(ওএস/এএস/নভেম্বর ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test