E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘করযোগ্যরা কর না দিলে তাদের খুঁজে বের করা হবে’

২০১৬ নভেম্বর ৩০ ১৬:৪৮:১১
‘করযোগ্যরা কর না দিলে তাদের খুঁজে বের করা হবে’

স্টাফ রিপোর্টার : করযোগ্য ব্যক্তিদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, করযোগ্য আয় থাকা সত্ত্বেও যারা কর দেবেন না তাদের খুঁজে বের করা হবে। একইসঙ্গে তিনি বিলেন, করদাতাদের জন্য এনবিআরের দরজা সব সময় খোলা। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রাঙ্গণে আয়কর দিবস-২০১৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা জাতীয় রাজস্ব বোর্ড থেকে যে বার্তাটি পাচ্ছি সেটা হচ্ছে যদি উপযুক্ত পরিবেশ তৈরি করি, নিয়ম কানুন সহজ করি তাহলে সম্মানিত করদাতারা করদানে কখনো পিছপা হবেন না। এজন্য আমি আমাদের কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছি শুধু একটা মাসই নয়, সারা বছর যাতে সব অফিসে উপযুক্ত পরিবেশ থাকে’।

চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী ৩০ জানুয়ারি চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন, ‘আমরা স্বাবলম্বী হব, সকলে কর দেব’। এ ঘোষণার পর থেকে সারাদেশে দেশপ্রেমিক নাগরিকদের মধ্যে বিপুল সাড়া পড়েছে। সারা মাসই আয়কর অফিসগুলো সম্মানিত করদাতাদের পদভারে মুখরিত ও পরিপূর্ণ ছিল। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সেখানে কর দেয়া হয়েছে’।

তিনি আরো বলেন, ‘অর্থমন্ত্রী বছরের শুরুতেই ৩ লাখ নতুন করদাতা নিবন্ধন করার লক্ষ্যমাত্রা দিয়েছিলেন। আমরা বছরের প্রথম চার মাসে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছি।প্রায় ৫ লাখ করদাতা নিবন্ধিত হয়েছে। অর্থমন্ত্রী এ বছরের শেষে ২৫ লাখ নিবন্ধিত দেখতে চান উল্লেখ করে তিনি বলেন, ‘ ইতোমধ্যে আমরা সে লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছে গেছি। আজকে দিনের শেষে যে পরিসংখ্যান পাবো তাতে ২৫ লাখ ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করছি।’

করদাতারা যে অভূতপূর্ব সাড়া দিচ্ছেন তাতে আজ মধ্যরাত পর্যন্ত কর অফিস খোলা থাকবে যাতে করদাতারা অনায়াসে রিটার্ন দিতে পারেন। ৩০ নভেম্বর রিটার্ন দেয়ার শেষদিন। কোনক্রমেই সময় আর বাড়ানো হবে না। এরপর যারা রিটার্ন দেবেন তাদের ২ শতাংশ হারে জরিমানা দিতে হবে।

পরে চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে আয়কর দিবসের উদ্বোধন করেন। এরপর আয়কর দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

(ওএস/এএস/নভেম্বর ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test