E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সরকার যেকোনো মূল্যে পুঁজিবাজারকে স্থিতিশীল রাখবে’

২০১৬ ডিসেম্বর ০১ ১৮:২১:০৫
‘সরকার যেকোনো মূল্যে পুঁজিবাজারকে স্থিতিশীল রাখবে’

স্টাফ রিপোর্টার : বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমানে পুঁজিবাজার স্ট্যাবল, আর যেকোনো মূল্যে পুঁজিবাজারকে স্থিতিশীল রাখবে সরকার।

বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) তিন দিনব্যাপী ‘ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যেকোনো দেশের অর্থনীতিতে পুঁজিবাজার সবচেয়ে বেশি ভূমিকা রাখে। দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতেই সরকারের পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতার মাধ্যমে পুঁজিবাজারকে স্থিতিশীল রাখা হবে।

তিনি বলেন, ২০২১ সালে মধ্যম আয়ের দেশের রুপান্তরিত করতে বর্তমান সরকার কাজ করছে। এরই মধ্যে পাকিস্তানের চেয়ে বাংলাদেশের অর্থনীতির সব ধরনের সূচকে এগিয়ে রয়েছে। আর এই উন্নয়নকে স্থিতিশীল লেভেলে নিয়ে যেতে পুঁজিবাজার বলিষ্ট ভূমিকা রাখবে।

বিনিয়োগকারীদের অতিলোভ ও ব্যাংকের কারণে ২০১০ সালে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যা ঠিক হয়নি। তবে এখন বাজারে আস্থা ফিরেছে। এজন্য বাজারের স্বার্থে বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনতে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বলেন, সরকারের বিভিন্ন হস্তক্ষেপের ফলে পুঁজিবাজার এখন স্থিতিশীল রয়েছে। বাজারে আস্থা ফিরেছে। এখন বাজার তার আপন শক্তিতে চলছে।

বাজারকে আরো স্থিতিশীল রাখতে দেশব্যাপী বিনিয়োগকারীদের জন্য শিক্ষা কার্যক্রম চালানো হবে। পাঠ্যবইয়ে পুঁজিবাজার নিয়ে রচনা থাকবে বলে জানান তিনি।

পাশাপাশি দেশের বিনিয়োগ বাড়াতে দ্রুত ফাইনেন্সিয়াল রিপোর্টি অ্যাক্ট চালুর আহবান জানান।

পুঁজিবাজারের ব্র্যান্ডিং এবং বাজার সম্পর্কে বিনিয়োগকারীদের স্বচ্ছ ধারণা দিতে অর্থসূচক আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কে. এ. এম মাজেদুর রহমান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) সভাপতি আহমেদ রশীদ লালী, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশের সভাপতি ছায়েদুর রহমান।

অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে বিএসইসির কমিশনারসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী মেলায় ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ক্রেডিট রেটিং এজেন্সি, অডিট ফার্ম এবং পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলো প্রায় ৪০টি স্টলে তাদের সেবা-পণ্য প্রদর্শনের আয়োজন শুরু করে।

দ্বিতীয়বারের মতো আয়োজিত এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। এক্সপোতে প্রবেশের জন্য কোনো টিকিট লাগবে না। এছাড়া প্রবেশে কূপনের র‌্যাফেল ড্রতে মোটরসাইকেল, মোবাইলসহ মূল্যবান সব পুরস্কার পাওয়ারও সুযোগ রয়েছে।

(ওএস/এএস/ডিসেম্বর ০১, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test