E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘২১টি বিশেষায়িত অর্থনৈতিক জোনের কাজ শুরু’

২০১৬ ডিসেম্বর ০৮ ১৪:২০:৪৯
‘২১টি বিশেষায়িত অর্থনৈতিক জোনের কাজ শুরু’

স্টাফ রিপোর্টার : রফতানি পণ্যে বৈচিত্র্য আনতে ৭টি সেক্টরকে অগ্রাধিকার ভিত্তিতে নগদ সহায়তা দেয়া হচ্ছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এর প্রথমেই রয়েছে তথ্যপ্রযুক্তি খাত। এছাড়া ফার্মাসিউটিক্যাল, চামড়া, পাট, কৃষিভিত্তিক শিল্প উল্লেখযোগ্যভাবে গুরুত্ব পাচ্ছে।

তিনি বলেন, ইইউ (ইউরোপিয়ান ইউনিয়ন) চাইলে এসব শিল্পে বিনিয়োগ করতে পারে। আমরা এরইমধ্যে একশটি বিশেষায়িত অর্থনৈতিক জোন করার সিদ্ধান্ত নিয়েছি। যার ২১টির কাজ এরইমধ্যে শুরু হয়েছে। আমাদের এসব কার্যক্রমের কারণে বিশ্বব্যাংক সম্ভাবনাময় অর্থনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশকে আখ্যায়িত করেছে।

সেকেন্ড সেশন অব ইইউ-বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়ালগ শুরুতে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয় ও ইইউ বিজনেস কাউন্সিলের উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

সংলাপে ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু। বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজমন্ত্রী তোফায়েল আহমেদ।

অনুষ্ঠানে ইউরোপিয়ান ইউনিয়নের ৯টি দেশের রাষ্ট্রদূত, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর ১৪টি বিজনেস ফোরামের নেতা ও বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তারা অংশ নিয়েছেন।

সংলাপে স্বাগত বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ সব বাধা-বিপত্তি অতিক্রম করে রফতানির লক্ষ্যমাত্রা অর্জন করেছে। গত অর্থবছরে আমরা ৩৪ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছি। চলতি বছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৭ বিলিয়ন ডলার। ২০২১ সালে আমরা ৫০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই।

(ওএস/এএস/ডিসেম্বর ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test