E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘কর্মকর্তাদের আচরণ বদলাতে হবে’

২০১৬ ডিসেম্বর ১০ ১১:২২:৩৪
‘কর্মকর্তাদের আচরণ বদলাতে হবে’

স্টাফ রিপোর্টার : আয়করের মতো ভ্যাটেও রেকর্ড সৃষ্টি করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্য পূরণে কর্মকর্তাদের আচরণ বদলাতে হবে বলে মন্তব্য করছেন সংস্থাটির চেয়ারম্যান মো. নজিবুর রহমান। আয়করদাতা ও গ্রিন কর্মকর্তাদের স্যালুট জানিয়ে তিনি বলেন, কর্মকর্তাদের শুধু পোশাকে নয়, হৃদয়, ব্যবহার, আচার-আচরণও বদলাতে হবে।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডে ভ্যাট দিবস ২০১৬ ও জাতীয় ভ্যাট সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নজিবুর রহমান বলেন, কর্মকর্তারা যতো বেশি বদলাবেন ততো বেশি পরিবেশ উন্নত হবে। পরিবেশ উন্নত হলে আয়কর, ভ্যাট, শুল্ক সব ক্ষেত্রে প্রবৃদ্ধি হবে। বদলানোর শপথ নেয়ার মতো আনুষ্ঠানিকতায় বিশ্বাস করি না। হৃদয় বা অন্তর থেকে বদলাতে হবে।

এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, বাঙালিরা নভেম্বর মাসে আয়কর দিয়ে যেভাবে রেকর্ড সৃষ্টি করেছেন, ডিসেম্বর মাসে ভ্যাট দিয়েও রেকর্ড সৃষ্টি করবেন। কর্মকর্তাদের অতি দ্রুত বদলিয়ে করদাতাবান্ধব, ব্যবসাবান্ধব, জনবান্ধব রূপ ধারণ করে পরিবেশকে উন্নত করতে হবে।

এফবিসিসিআই’র সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, অনলাইন সেবার মাধ্যমে এনবিআরেও ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া লেগেছে। সরকার যে উন্নয়ন করে তাতেও আমাদের করের টাকা আছে।

তিনি বলেন, আমাদের আরো সচেতন হতে হবে। মানুষ নিজ ইচ্ছায় কর দিতে আসছেন এতে আমাদের ভালো লাগছে। ব্যবসায়ীদের বলেছি, বেশি আয় করেন, আরো বেশি কর দেন।

পরে চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ডের সামনে খোলা জিপে স্থাপিত মঞ্চে বেলুন, পায়রা উড়িয়ে জাতীয় ভ্যাট দিবসের র‌্যালি ও ভ্যাট সপ্তাহের উদ্বোধন করা হয়।

(ওএস/এএস/ডিসেম্বর ১০, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test