E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় পর্যায়ে সেরা আয়কর দাতা ওয়ালটন

২০১৬ ডিসেম্বর ২১ ১২:৩৭:২৮
জাতীয় পর্যায়ে সেরা আয়কর দাতা ওয়ালটন

নিউজ ডেস্ক :যথাযথ নীতিমালা অনুসরনের মাধ্যমে সর্বোচ্চ পরিমান কর পরিশোধ করায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক সেরা করদাতার সম্মাননা অর্জন করেছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন।

২০১৫-১৬ অর্থবছরে ফার্ম ক্যাটাগরীতে সর্বোচ্চ পরিমাণ কর দেয়ায় এনবিআর ৫টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে। যার মধ্যে ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশন প্রথম এবং ওয়ালটন প্লাজা দ্বিতীয় পুরস্কার লাভ করে। যার স্বীকৃতি স্বরূপ জাতীয় রাজস্ব বোর্ড ট্যাক্স কার্ড ও সনদ প্রদান করেছে।

একইসঙ্গে সর্বোচ্চ পরিমাণ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট প্রদান করায় ২৯টি জেলায় সেরা ভ্যাটদাতার সম্মাননা অর্জন করেছে ওয়ালটন প্লাজা। ব্যবসা ক্যাটাগরিতে সারা দেশে মোট ৪৯টি প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতার পুরষ্কার দেয়া হয়। যার মধ্যে ওয়ালটন প্লাজাই পেয়েছে ২৯টি।

সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে অনুষ্ঠিত হয় জাতীয় আয়কর সপ্তাহে ওয়ালটনসহ পাঁচটি ফার্মকে ট্যাক্স কার্ড ও সম্মাননা সনদ দেয়া হয়। এদিকে চলতি মাসে অনুষ্ঠিত জাতীয় ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে এনবিআর ২০১৪-১৫ অর্থবছরের জন্য উৎপাদন, ব্যবসা ও সেবা এই তিন ক্যাটাগরীতে জেলা পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করে।

ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম মনে করেন, এর মাধ্যমে প্রমাণিত হয়- দেশীয় ব্র্যান্ড হিসেবে ওয়ালটন যেমন গ্রাহকপ্রিয়তার শীর্ষে তেমনি যথাযথ কর প্রদানের মাধ্যমে রাজস্ব খাতেও প্রতিষ্ঠানটি রাখছে উল্লেখযোগ্য ভূমিকা।

এ প্রসঙ্গে ওয়ালটনের বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা বলেন, ওয়ালটন উচ্চ গুণগতমানের পণ্য উৎপাদন এবং সাশ্রয়ী মূল্যে বাজারজাত করে দেশের সকল শ্রেণি-পেশার গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হওয়ায় দেশের সর্বত্র ওয়ালটন পণ্যের চাহিদা ও বিক্রি ব্যাপক বেড়েছে। সেই সঙ্গে বাড়ছে ভ্যাট আদায় ও প্রদানের পরিমান।

ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন) এস এম জাহিদ হাসান বলেন, ‘ওয়ালটন সকল পর্যায়ে স্বচ্ছভাবে ব্যবসা করছে তারই প্রমাণ সেরা করদাতা ও সর্বোচ্চ ভ্যাট দাতার স্বীকৃতি। জেলা পর্যায়ে ব্যবসা ক্যাটাগরির ৬০ শতাংশ পুরস্কারই আমরা পেয়েছি। এতে বোঝা যায় আমরা তৃণমূল পর্যায় থেকে শুরু করে সব জায়গায় সরকারের প্রাপ্য কর পরিপূর্ণভাবে দিয়ে থাকি।’



(ওএস/এস/ডিসেম্বর ২১, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test