E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রূপগঞ্জে ওয়ালটন এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন

২০১৭ জুন ১০ ১২:৫৫:৩২
রূপগঞ্জে ওয়ালটন এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গতকাল (৯ জুন) জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটনের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শো-রুম নিউ সোস্যাল মাল্টি ইলেকট্রনিক্স শো-রুমের উদ্বোধন করেন ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

শো-রুমটি রূপগঞ্জে (মানিক হাজী মার্কেট) তারাব উত্তর পাড়া সুলতানা কামাল ব্রিজ এর উত্তর পার্শ্বে অবস্থিত। এই শো-রুমে পাওয়া যাবে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইলস এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন বলেন, ওয়ালটন শিল্প পরিবার চেষ্টা করছে বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি দেশের ঘরে ঘরে বাংলাদেশে তৈরি বিশ্বমানের ওয়ালটন পণ্যসামগ্রী পৌঁছে দেয়ার। দেশের মানুষের চাহিদা মেটানোর পাশাপাশি ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটন পণ্যসামগ্রী রপ্তানি হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। তিনি দেশপ্রেমিক সকল নাগরিকদের ওয়ালটনসহ দেশে তৈরি সকল প্রকার পণ্যসামগ্রী ব্যবহারের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আহŸান জানান। ইলিয়াস কাঞ্চন আরো বলেন ওয়ালটন এদেশের ১৬ কোটি মানুষের হৃদয়ের ব্র্যান্ড। বিশ্বমানসম্পন্ন পণ্যসামগ্রী সরবরাহের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে ওয়ালটন অতি শীঘ্রই শীর্ষস্থানে পৌঁছবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারাব পৌরসভা আওয়ামী লীগ সভাপতি হাজী মোঃ মোফাজ্জল হোসেন ভূইয়া, ওয়ালটন বিপণন বিভাগের নির্বাহী পরিচালক মোঃ এমদাদুল হক সরকার, পিআর এন্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক মোঃ হুমায়ুন কবীর, বিপণন বিভাগের উপ-পরিচালক মোঃ সৈকত, সিনিয়র এজিএম মোঃ জাহিদ হাসান, এজিএম, মোঃ শাহ্ শহীদ চৌধুরী, মার্সেল হা-শো সিজন-৪ এর চ্যাম্পিয়ন মহারাজ ইমন এবং নিউ সোস্যাল মাল্টি ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী মোঃ বি. কে. রায় (বাবু) সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শো-রুম উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মার্সেল প্রেজেন্টস হা-শো সিজন-৪ এর চ্যাম্পিয়ন কৌতুকের রাজা মহারাজ ইমন তিনি বিভিন্ন ধরনের মজাদার কৌতুক উপস্থাপনের মাধ্যমে উপস্থিত দর্শকদের আনন্দে ভাসিয়ে দেন। বিজ্ঞপ্তি।

(বিএস/এসপি/জুন ১০, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test