E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমানতকারীর মৃত্যুতে অর্থ পাবেন নমিনি

২০১৭ জুন ১৩ ১৩:০৫:০৫
আমানতকারীর মৃত্যুতে অর্থ পাবেন নমিনি

নিউজ ডেস্ক : ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানেও আমানতকারীর মৃত্যু হলে তার সঞ্চিত অর্থ পাবেন নমিনি। এক্ষেত্রে অন্য কাউকে এ অর্থ দিতে পারবে না আর্থিক প্রতিষ্ঠান।

তবে আমানতকারী চাইলে জীবদ্দশায় যেকোনো সময় নমিনি বাতিল করে অন্য কাউকে নমিনি করতে পারবেন।

সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এক সার্কুলারে এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ওই সাকুলারে আরও বলা হয়েছে, নমিনি অপ্রাপ্তবয়স্ক থাকলে সেক্ষেত্রে আমানতকারীর মৃত্যুর পর সঞ্চিত অর্থ কে পাবেন, তা আমানতকারী আগেই নির্দিষ্ট করে দিতে পারবেন।

এর আগে গত ১৯ এপ্রিল ব্যাংকগুলোকে একই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সম্প্রতি হিসাব খোলার সময় কোনো কোনো ব্যাংক নমিনির কাছ থেকে আমানতকারীর মৃত্যুর পর নমিনি আমানতের অর্থ পাওয়ার যোগ্য বা উপযুক্ত প্রাপক বিবেচিত নাও হতে পারেন বলে অঙ্গীকার নিচ্ছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক প্রথমে ব্যাংকগুলোকে এ বিষয়ে নির্দেশনা দেয়। এবার আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই নির্দেশনা দেওয়া হলো।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ (২০১৩ পর্যন্ত সংশোধিত)-এর ১০৩ ধারায় বলা হয়েছে, ব্যাংক কোম্পানির কাছে রাখা কোনো আমানত যদি একক ব্যক্তি বা যৌথভাবে একাধিক ব্যক্তির নামে জমা থাকে, তাহলে ওই একক আমানতকারী এককভাবে অথবা যৌথ আমানতকারীরা যৌথভাবে নির্ধারিত পদ্ধতিতে এমন ব্যক্তিকে মনোনীত করতে পারবেন, যাকে আমানতকারীর মৃত্যুর পর অর্থ দেওয়া যেতে পারে।

(ওএস/এসপি/জুন ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test