E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইস্টার্ন ইন্স্যুরেন্সের উদ্যোক্তার ৫ লক্ষ শেয়ার দান

২০১৭ জুলাই ০৪ ১২:৩৪:২১
ইস্টার্ন ইন্স্যুরেন্সের উদ্যোক্তার ৫ লক্ষ শেয়ার দান

স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ইস্টার্ন ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আহসান তার তিন ভাইকে ৪ লাখ ৭৪ হাজার ৪১৭টি শেয়ার উপহার হিসেবে দান করেছেন। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, লেনদেন প্রক্রিয়ার বাহিরে ইস্টার্ন ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আহসান তার তিনি ভাই আজমল হুসাইন, আবু বাক্কার সিদ্দিকী এবং মোহাম্মদ জুলহাসকে ৪ লাখ ৭৪ হাজার ৪১৭টি শেয়ার উপহার হিসেবে দান করেছেন। প্রত্যেক ভাইকে উপহার হিসেবে দেয়া হয়েছে ১ লাখ ৫৮ হাজার ১৩৯টি শেয়ার।

ডিএসইর তথ্য অনুযায়ী, ইস্টার্ন ইন্স্যুরেন্সের মোট শেয়ারের ৫২ দশমিক শূন্য ৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ২৫ দশমিক ৪৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ২২ দশমিক ৫৪ শতাংশ সধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

(ওএস/এসপি/জুলাই ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test