E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খেলাপি ঋণ কমানোর আহ্বান গভর্নরের

২০১৭ জুলাই ০৫ ১২:০৭:০৬
খেলাপি ঋণ কমানোর আহ্বান গভর্নরের

স্টাফ রিপোর্টার : ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখতে খেলাপি ঋণ কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

মঙ্গলবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা-২০১৭ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

ফজলে কবির বলেন, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) জন্য উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়াতে হবে। তিনি বলেন, ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখতে হবে। যাচাই-বাছাই না করে ঋণ বিতরণ করা যাবে না।

গভর্নর বলেন, বৃহত্তর সিলেট অঞ্চল বন্যাকবলিত এলাকা। এসব এলাকায় ঋণ আদায় সাময়িক স্থগিত করতে বলা হয়েছে। তা কার্যকর করবেন। এছাড়া ক্ষতিগ্রস্তদের মাঝে সিএসআর বাবদ অর্থ ব্যয়, সহজ শর্তে নতুন ঋণ প্রদান ও সার্টিফিকেট মামলা না করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ১১টি ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৭ জন গুণী ব্যক্তি, ৩টি প্রতিষ্ঠান ও ১টি গ্রামকে ‘মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা ২০১৭’ প্রদান করা হয়।

এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, অডিট কমিটির চেয়ারম্যান ড. মাহমুদ ওসমান ইমাম, মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্যাংকের পরিচালক- আকরাম হোসেন (হুমায়ুন), পরিচালক এ এস এম ফিরোজ আলম, মোরশেদ আলম ও মোশাররফ হোসেন, ব্যাংকের উদ্যোক্তা, শেয়ারহোল্ডার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/জুলাই ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test