E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সপ্তাহজুড়ে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

২০১৭ জুলাই ১৫ ১৪:১১:৩১
সপ্তাহজুড়ে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

স্টাফ রিপোর্টার : ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে দেশের শেয়ারবাজারে। টানা দুই সপ্তাহ ধরে বেড়েছে মূল্য সূচক লেনদেনের পরিমাণ।

শেষ সপ্তাহের পাঁচ কার্যদিবসের (৯ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত) মধ্যে চারদিনই মূল্য সূচকের উত্থান হয়েছে। সেইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

সপ্তাহজুড়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ১ দশমিক ৪৮ শতাংশ। আর লেনদেন বেড়েছে ৭ দশমিক শূন্য ৫ শতাংশ।

আগের সপ্তাহে ডিএসইএক্স বেড়েছিল ১ দশমিক ৬৬ শতাংশ এবং লেনদেন বেড়েছিল ৭০ দশমিক ৬৩ শতাংশ। লেনদেন ও সূচক বাড়ার পাশাপাশি গত সপ্তাহে বাজার মূলধনের পরিমাণও বেড়েছে।

সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৯১ হাজার ৮৭৯ কোটি টাকায়। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৩ লাখ ৮৫ হাজার ৪২৫ কোটি টাকা। অর্থাৎ ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৪৫৪ কোটি টাকা।

এদিকে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৮৫ দশমিক ২১ পয়েন্ট বা ১ দশমিক ৪৮ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি বেড়েছিল ৯৩ দশমিক ৬১ শতাংশ বা ১ দশমিক ৬৬ পয়েন্ট।

ডিএসইএক্সের পাশাপাশি বেড়েছে অপর ২টি মূল্য সূচকও। ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৭ দশমিক ৫৯ পয়েন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ। আর ডিএসই শরীয়াহ সূচক বেড়েছে ২০ দশমিক শূন্য ২ পয়েন্ট বা ১ দশমিক ৫৩ শতাংশ।

শেষ সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৫ হাজার ৬৬৯ কোটি ১৪ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ৫ হাজার ২৯৫ কোটি ৫৬ লাখ টাকা। অর্থাৎ গত সপ্তাহে মোট লেনদেন বেড়েছে ৩৭৩ কোটি ৫৮ লাখ টাকা কোটি টাকা বা ৭ দশমিক শূন্য ৫ শতাংশ।

মোট লেনদেনের পাশাপাশি বেড়েছে দৈনিক গড় লেনদেনের পরিমাণ। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ১ হাজার ১৩৩ কোটি ৮২ লাখ টাকা। যা তার আগের সপ্তাহে ছিল ১ হাজার ৫৯ কোটি ১১ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৭৪ কোটি ৭১ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে ১৯৭টির দাম বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১১৬টির ও অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম।

গত সপ্তাহে মোট লেনদেনের ৯১ দশমিক ৪২ শতাংশই ছিল ‘এ’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের দখলে। এছাড়া বাকি ৪ দশমিক ৩৭ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ২ দশমিক ৩৯ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং ১ দশমিক ৮৩ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের।

সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লংকাবাংলা কেয়া কসমেটিকসের শেয়ার। কোম্পানিটির ৩৩৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা সপ্তাহজুড়ে হওয়া মোট লেনদেনের ৫ দশমিক ৯০ শতাংশ।

দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৬১ কোটি ৮৩ লাখ টাকা, যা সপ্তাহের মোট লেনদেনের ২ দশমিক ৮৫ শতাংশ। ১২০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুড।

লেনদেনে এরপর রয়েছে- গ্রামীণফোন, কনফিডেন্স সিমেন্ট, ইফাদ অটোস, সাইফ পাওয়ার টেক, জেনারেশন নেক্সট ফ্যাশন, ইসলামী ব্যাংক এবং লংকাবাংলা ফাইন্যান্স।

(ওএস/এসপি/জুলাই ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test