E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সংস্কারের সাথে সাথেই 'ইট নিখোঁজ'

২০১৪ মার্চ ১২ ১৫:১১:৩৫
সংস্কারের সাথে সাথেই 'ইট নিখোঁজ'

প্রান্ত সাহা : স্বাধীনতার ৪২ বছর পরও বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি উন্নত রাষ্ট্র তো দূরের কথা উন্নয়নশীল রাষ্ট্র বলতেও একটু ভাবতে হয়। আর অন্যদিকে এশিয়ার দেশ মালয়েশিয়া আমাদের পরে স্বাধীনতা লাভ করে বিশ্বের বুকে মাথা উঁচু করে উন্নত রাষ্ট্র হিসেবে জানান দিচ্ছে তাদের উপস্থিতি। আর আমরাই তাদের রাষ্ট্রকে উন্নত করতে তাদের ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছি আমাদের দেশের শ্রমিক সরবারহ করে। আমাদের দেশের বয়স ৪২ বছর পার হলেও তার উন্নতির পরিমাণ নগণ্য। আর এ হিসেব-নিকেশ করতে বসলে কি শুধু রাজনৈতিক অস্থিরতাকেই দায়ী করলে নিজের দায় কি এড়ানো সম্ভব?

যেখানে সেই সব দলকে আমরাই দিয়েছিলাম দেশ রক্ষার দায়িত্ব। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের কি কোন দায়িত্ব নেই? কোনও কর্তব্য নেই ? নিজ স্বার্থ রক্ষার তাগিদে দেশকে ঠেলে দিচ্ছি চরম বিপর্যয়ে। এটা কি একটি বার ভেবে দেখেছি ? আমাদের প্রিয় মাতৃভূমি এই প্রথমবার একক ভাবে টি-২০ বিশ্বকাপের মতো একটি বিশাল আসর আয়োজন করতে যাচ্ছে, যেখানে বিশ্বের ১৬ টি দেশ অংশ নিচ্ছে।

আর ৪০০ বছরের পুরানো শহর ঢাকাকে সাজানো হচ্ছে নতুন রূপে। ঢাকার রাস্তায় লাগানো হয়েছে নতুন ল্যাম্প-পোস্ট, নতুন আলো। যেন ঝা চকচক এক স্বপ্নের রঙিন ঢাকা। সংস্কারের এক সপ্তাহ যেতে না যেতেই এর ল্যাম্পপোস্টের ইট নিখোঁজ হতে শুরু করেছে।

অন্যদিকে বিশ্বকাপ যেখানে শুরু হবে মার্চের ১৬ তারিখে। তবে এক্ষেত্রে আমরা কাকে দোষ দেব? নিজেদের নাকি রাজনীতিবিদদের ? কিছু দোষ নিজেদের কাঁধে নিয়ে এই দোষগুলোকে সংশোধন করলেই শুধুমাত্র আমরা স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে একটি অগ্রণী ভূমিকা পালন করতে পারব। তাই আসুন এগিয়ে আসি বাংলাদেশ রক্ষায়। আপনার ছোট্ট পদক্ষেপ আমাদের স্বপ্নের বাংলাদেশকে নিয়ে যেতে পারে বিশ্বের উন্নত দেশগুলোর কাতারে।

লেখক : ছাত্র

(অ/মার্চ ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test