ছাত্র আন্দোলন নাকি সন্ত্রাস উৎপাদন?
.jpg)
রণেশ মৈত্র
বেশ কিছুদিন যাবত ঢাকা বিশ্ববিদ্যালয় একবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে। এককালের গৌরব পূর্ব পাকিস্তান ছাত্র লীগ মুক্তিযুদ্ধে এবং ভাষা আন্দোলনসহ অতীতের তাবৎ আন্দোলনে ইতিহাসখ্যাত ভূমিকা রাখলেও বাংলাদেশ ছাত্রলীগ আজ আর সেই ভূমিকা নেই। এটিই হলো বেদনাদায়ক সত্য। আরও মারাত্মক সত্য হলো- এই সংগঠন বিগত কয়েকটি বছর যাবত সারা দেশের শিক্ষাঙ্গন কে যে ভাবে পেশিশক্তির মাধ্যমে দখল করে রেখে সুস্থধারার ছাত্র আন্দোলন, শিক্ষার আধুনিকীকরণ আন্দোলন, দেশটাকে মুক্তিযুদ্ধের ও প্রগতির ধারায় ফিরিয়ে আনার আন্দোলন গড়ে ওঠার ক্ষেত্রে প্রবল প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে- তার পরিণতি ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে শুভ হবে না- দেশের জন্য তো নয়ই। দুঃখজনক ব্যাপার হলো যে আওয়ামী লীগের প্রথম সারির নেতৃত্ব ও ছাত্র লীগের বর্তমান সন্ত্রাসী এবং দখলদারিত্বের ভূমিকাকে প্রকাশ্যে ও গোপনে সর্মথন দিয়ে চলেছে তারা সম্ভবতঃ ভাবছেন, তাঁদের মদদে ছাত্রলীগের চলমান ভূমিকা শিক্ষাঙ্গনসহ দেশের সকল ক্ষেত্রে আওয়ামী লীগের বিরোধী শক্তিগুলিকে দূর্বল করে দেবে এবং তার ফলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পথ সুগম হবে। এখন আওয়ামী লীগ- ছাত্রলীগের অভ্যন্তরে বিদ্যমান সম্পর্ক নিয়ে আলোচনায় যাওয়ার আগে একটু পেছন ফিরে দেখা যাক- সম্প্রতি হঠাৎ করেই ছাত্রলীগ- এমন সন্ত্রাসী ভূমিকায় লিপ্ত হলো হলো কেন?
এ সম্পর্কে কম বেশী আমাদের গণমাধ্যমসমূহ বিগত কয়েকদিন যাবতই উল্লেখ করে চলেছে যে, সদ্য সমাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভা দলটির জাতীয় সম্মেলন ত্বরাশ্চিত এবং সফল করাই সিদ্ধান্ত গ্রহণ করে তার আগেই আওয়ামী লীগের তাবৎ অঙ্গ ও সহযোগি সঙগঠনগুলিকে তাদের জাতীয় সম্মেলন অনুষ্ঠানের নির্দেশ দেওয়ার পর থেকেই ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বে অস্থিরতা সৃষ্টি হয়। পদ হারানোর ভয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব যে কোনো কৌশলে তাদের জাতীয় সম্মেলন পিছিয়ে দেওয়ার বা স্থগিত ঘোষণার পরিস্থিতি কৃত্রিমভাবে তৈরী করতেই এমন সন্ত্রাসী পদক্ষেপ গ্রহণ শুরু করেছে। পত্রিকাগুলিতে প্রকাশিত এমন খবরের কোনো প্রতিবাদ জানায় নি ছাত্রলীগ নেতারা- তাই ওই খবর সত্য বলেই প্রতীয়মান হয়।
ছাত্রলীগ আরও একটি সুযোগ পেয়ে যায় বেগম খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক একটি উক্তিকে বি এন পি নেতৃত্ব “সত্যস্ত অবমাননাকর” বলে অভিহিত করে প্রধানমন্ত্রীকে ওই উক্তি প্রত্যাহার করার দাবীতে আন্দোলন এবং একই সাথে নির্বাচনের আগে এই সরকারের পদত্যাগের দাবীতে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ঢাকাসহ নানা স্থানে যে সভা-সমাবেশ ঘোষণা করেছে- তার সাথে সঙ্গতি রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওই দুটি দাবীতে আন্দোলনের ও সমাবেশের আয়োজন করায় ছাত্রলীগ নেতৃত্ব ও আওয়ামী লীগ নেতৃত্বের সুনজরে আসার লক্ষ্যে ছাত্রলীগের মিছিল- সমাবেশের উপর হামলা চালায়। ছাত্রদল ও সুযোগ পেয়ে তাদের শক্তি এবং কোমরের জোর প্রদর্শনের জন্য ছাত্রলীগের মিছিলের উপর পাল্টা আঘাত ক্যাম্পাস পরিস্থিতি ভয়াবহভাবে উত্তপ্ত হয়ে পড়ে। ছাত্রদলের এই ভূমিকাকে নানা উক্তির মাধ্যমে বি এন পির মূল নেতারা আরও বেশী উসকে দিতে এ কথা পর্যন্ত বলেছেন যে, বেশী দিন লাগবে না- ছাত্রদলই এই সরকারের পতন ঘটাতে সক্ষম হবে।
আওয়ামী লীগ ও বি এন পি উভয়েই বড় দল বলে পরিচিত। তার মধ্যে আওয়ামী লীগের সংগ্রামী ঐতিহ্য বহুদিনের। মওলানা ভাষানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, শহিদ তাজউদ্দিন আহমেদ এর মত অসংখ্য দিকপাল তো দীর্ঘকাল দলটির নেতৃত্ব দিয়েছেন, জনগণের স্বার্থে-অসংখ্য আন্দোলন পরিচালনা করেছেন,মুসলিম লীগ ও সামরিক শাসকদের বিস্তর অত্যাচার- নির্যাতন ও কারাজীবন হাসিমুখে দেশের স্বার্থে ভোগ করেছেন।
বঙ্গবন্ধুর হাতে গড়া পূর্ব পাকিস্তান ছাত্রলীগ আওয়ামী লীগের ঐ সকল আন্দোলনের ছিল প্রাণশক্তি। ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন কখনও মিলিত ভাবে-কখনও পৃথকভাবে ছাত্র ও জনতার স্বার্থে দেশে যে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল তারই ফসল হলো, আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ । সেদিনকার সেই আন্দোলনগুলিতে ছাত্রবস্থায় তো আমি নিজে ও আরও অনেকের সাথে অংশগ্রহণ করেছি সেই আন্দোলন সংগ্রামই দেশকে বহু জননেতা উপহার দিয়েছে- যাঁরা দেশ পরিচালনা করেছেন অসীম যোগ্যতার সাথে।
তার যবনিকাপাত ঘটলো ১৯৭৫ এর ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে নিহত করার পর থেকে যে প্রগতিমুখীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল ১৬ ডিসেম্বর, ১৯৭১ এ, সেই দেশটি কি পিছনে হাঁটতে, পাকিস্তান অভিমুখী করে তুলতে, প্রগতির সকল ধারা অবলীলত্রাসে মুছে ফেলার সকল প্রস্তুতি তারা আগে থেকেই নিয়েছিল। সে ধারার আজও অবসান ঘটে নি বরং প্রতিক্রিয়ার সেই ধারা- জিয়া এরশাদ প্রবর্তিত অন্ধ কারের ধারা দিনে দিনে ফুলে ফলে বিকশিত হচ্ছে আজও।
ছাত্র আন্দোলন সেদিন সন্ত্রাস বিরোধী ভূমিকায় ছিল। ষাটের দশকে সামরিক সরকার এন. এস. এফ নামে যে সন্ত্রাসী ছাত্র সংগঠনের জন্ম দিয়েছিল ছাত্র নেতাদেরকে সন্ত্রাসের শিকারে পরিণত করে ছাত্র আন্দোলন দমনের লক্ষ্যে, সেই সন্ত্রাসী সংগঠনের নেতাদেরকে ছাত্রলীগ- ছাত্র ইউনিয়ন এবং শিক্ষকবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার হলগুলি থেকে তাড়িয়ে শিক্ষাঙ্গণ কে সন্ত্রাসমুক্ত করেছিল। সে ইতিহাস গৌরবের এবং গর্বের।
সেদিনকার ছাত্রলীগ-ছাত্র ইউনিয়ন যৌথ ও এককভাবে আন্দোরন করেছে সকল স্তরের শিক্ষাদান বাংলাভাষায় করার জন্যে, জাতীয় জীবনের সকল স্তরে বাঙলার প্রচলনের জন্যে, একমুকী ও অসাম্প্রদায়িক শিক্ষাব্যবস্থায় প্রচলনের জন্যে। কিন্তু আজ দেখা যায় ভাষা আন্দোলন তো বহুদিন আগের কথা, মুক্তিযুদ্ধের পরেও দীর্ঘ ৫০ বছর অতিক্রান্ত হলেও শিক্ষাব্যবস্থায় সাম্প্রদায়িকতা ফেরানো হয়েছে, পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ, জীবনানন্দ, নজরুল প্রমুখ অসাম্প্রদায়িক ও খ্যাতনামা কবি সাহিত্যিকদের লেখা কবিতা,গল্প প্রবন্ধ বাদ দিয়ে সাম্প্রদায়িক লেখকদের রচনা সম্বলিত পাঠ্যপুস্তকের প্রচলন করতে, এককেন্দ্রিকের পরিবর্তে ত্রি-কেন্দ্রীক শিক্ষাব্যবস্থা অর্থাৎ বাংলা মাধ্যমে প্রচলিত শিক্ষা, ইংরেজি মাধ্যমে কিন্ডারগার্টেন এবং আরবী মাধ্যমে মাদ্রাসা শিক্ষার ব্যাপক প্রচলন ঘটিয়ে সেদিনকার দাবীকে ভূলুণ্ঠিত করে প্রতিক্রিয়ার শক্তিবৃদ্ধি করতে।
ধনীর ছেলেমেয়েরা ইংরেজী মাধ্যমে মধ্য ও নিম্নবিত্তরা বাংলা মাধ্যমের মূলধারার স্কুল কলেজে এবং দরিদ্র ঘরের সন্তানেরা আরবীর মাধ্যমে শিক্ষাগ্রহণের প্রতিক্রিয়ামরি ব্যবহার প্রচলন করতে- শিক্ষাক্ষেত্রে ব্যপক বৈষম্যের সৃষ্টি করতে যার পরিমাণে ধনীর সন্তানেরা দামী দামী চাকুরী ও বিদেশে নানা ক্ষেত্রে স্থান পাচ্ছে, বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা শিক্ষাশেষে একটি চাকুর ও জন্যে হন্যে হযে ঘুরে বেড়াচ্ছে- মাদ্রাসায় আরবীর মাধ্যমে শিক্ষা নিয়ে সেই শিক্ষার্থীরা বেকারত্বে ভুগছে- বড় জোর মাদ্রাসা-মক্তব- মাদ্রাসায় শিক্ষকতা, মসজিদের ইমাম প্রভৃতি নিম্ন বেতনের কাজে নিযুক্ত হয়ে কষ্টের জীবন অতিবাহিত করছে। কিন্তু এই বৈষ্যম্য দূর হতে পারে একমাত্র এক- কেন্দ্রিক শিক্ষা-ব্যবস্থা প্রচলনের মাধ্যমে। অথচ তা আজ পরিত্যক্ত।
এত লাভবান হচ্ছে প্রতিক্রিয়ার শক্তিগুলি। জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, প্রমুখ দিন দিন শক্তিশালী হয়ে উঠছে শুধু তাই নয়- তারা দুটি বড় দলে অনুপ্রবেশ করে সমাজের নানা ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে। এতে রাজনৈতিক শক্তি সমূহের ভারসাম্য মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে।
একদিকে দুটি বড় দলে ভয়াবহ কোন্দল এবং তাদের ছাত্র সংগঠনের মারাত্মক সন্ত্রাস- অপরদিকে দ্রব্যমূল্যের আকাশচুম্বি ঊর্ধগতি দেশকে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে। এখন তো ছাত্র সংগঠনগুলির সামনে সর্বাধিক গুরুত্বপূর্ণ আন্দোলনের ইস্যু হলো দ্রব্যমূল্য কমানোর- তার ঊর্ধগতি প্রতিরোধের দাবীতে আন্দোলন । কিন্তু ছাত্র সংগঠন দুটি তো সে অবস্থান নিয়ে আত্মকলহে ভয়াবহভাবে নিমগ্ন।
সাধারন ছাত্র সমাজ এই পরিস্থিতি কখনোই কামনা করে না। তারা চায় ক্যাম্পাসে শান্তি বিরাজ করুক- সন্ত্রাস বন্ধ হোক- শিক্ষার অনুকূল পরিবেশ ফিরে আসুক। তারা তেমন শান্তিপূর্ণ পরিস্থিতি তো দেখছেই না- উল্টো দেখছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়িয়ে ছাত্রলীগ-ছাত্র দলের সন্ত্রাসীরা সুপ্রিম কোর্ট - প্রাঙ্গন পর্যন্ত বিস্তার ক্ষতি করেছে। আইনজীবী, বিচারপ্রার্থী, বিচারপতিদের নিরাপত্তা পর্যন্ত বিঘ্নিত হচ্ছে। বড় রাজনৈতিক দল দুটি এই পরিস্থিতি থামানোর উদ্যোগ না নিয়ে পরস্পর দোষারোপের চিরন্তন পথে বাজার গরম করে চলেছে- রাজনীতির অঙ্গন উত্তপ্ত ও কলুষিত হচ্ছে। এতে সামগ্রিকভাবেই ক্ষতি হচ্ছে দেশের, জনগণের, রাজনীতির এবং গণতন্ত্রেরও।
কারণ এহেন পরিস্থিতিতে জনগণ হয়ে পড়েন দল-বিমুখ এবং সামগ্রিকভাবেই রাজনীতি বিমুখ। তা হয়ে পড়ছেন ও। আর এই পরিস্থিতিত্ব সুযোগ নিতে পারে অরাজনৈতিক অন্ধকারের শক্তিগুলি।
আমাদের ছাত্র- সমাজকেও ভাবতে বলি, সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্বক প্রতিরোধ গড়ে তুলে শক্তিশালী গণতান্ত্রিক ছাত্র সংগঠন ও আন্দোলনের মাধ্যমে ছাত্র আন্দোলনের হারানো গৌরব ফিরিয়ে আনতে- মুক্তিযুদ্ধের আদর্শ কে চিরঞ্জীব করে রাখতে ।
লেখক : সভাপতি মণ্ডলীর সদস্য, ঐক্য ন্যাপ।
পাঠকের মতামত:
- প্রধানমন্ত্রীকে বহনকারী ট্রেনে হামলা : পলাতক ফাঁসির আসামি গ্রেফতার
- আবারও করোনা আক্রান্ত মির্জা ফখরুল
- বিদেশি শিক্ষার্থীদের জন্য ওয়ার্ক পারমিটের সময় বাড়াচ্ছে কানাডা
- ভূমিকম্পে মানবিক সংকটে আফগানরা, ত্রাণ সহায়তা জোরদার
- পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র : কমিশন গঠন প্রশ্নে রুল শুনানি রবিবার
- পদ্মা সেতু আমাদের গৌরব, মর্যাদা, অহংকার
- গৌরীপুরে ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামার বিরুদ্ধে মামলা
- আমার টাকায় পদ্মা সেতু : জায়েদ খান
- পদ্মা সেতুর উদ্বোধন উদযাপনে উৎসবের শহরে পরিণত নীলফামারী
- ‘বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা, হাসিনা দিয়েছেন পদ্মা সেতু’
- রবিবার ভোর ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে চলবে গাড়ি
- পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শেরপুরে র্যালি ও আলোচনা সভা
- পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আব্দুস সোবহান মডেল হাই স্কুলের আনন্দ শোভাযাত্রা
- পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে টাঙ্গাইলে আনন্দ র্যালী
- নানা আয়োজনে লক্ষ্মীপুরে পদ্মা সেতু উদ্বোধন উদযাপন
- টাঙ্গাইলে দেশী মদসহ কারবারি আটক
- তিস্তার পানি কমতে শুরু করেছে
- টাঙ্গাইলের নদ-নদীর পানি এখনো বিপদসীমার ওপরে
- কেশবপুরে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ মিছিল
- কুড়িগ্রামে বন্যার পানি কমায় বেড়েছে পানিবাহিত রোগ
- কেশবপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ
- পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাগুরায় সমৃদ্ধির উৎসব
- ই-প্লাজায় ওয়ালটন এসি কেনায় ২০ শতাংশ ফ্ল্যাট মূল্য ছাড়
- সাভারের তেঁতুলঝোড়ায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
- পদ্মা সেতু বাংলাদেশের প্রথম দোতলা সেতু
- দেশে দেশে বাড়ছে মূল্যস্ফীতির হার, কঠিন হবে নিয়ন্ত্রণ
- করোনায় আরও তিনজনের মৃত্যু, শনাক্ত ১২৮০
- ফের ৭ দিনের জন্য বন্ধ হচ্ছে বাংলাদেশ-ভারত ট্রেন যোগাযোগ
- পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে লাঠি খেলা
- স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ট্রেনের নিচে ঝাঁপ!
- পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে করিমপুর হাইওয়ে থানার বর্ণাঢ্য র্যালি
- পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সোনারগাঁয়ে আ.লীগের আনন্দ শোভাযাত্রা
- পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের দুই দিনব্যাপী কর্মসূচি
- রাণীনগরে শিহাবের মৃত্যু নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা
- স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নওগাঁয় উৎসবের আমেজ
- সিলেটে প্রতিদিন নদী ও হাওরে ভেসে আসছে লাশ!
- সেরা রাইডারদের পুরস্কার দিলো ফুডপ্যান্ডা
- সুনামগঞ্জে মান্নানের পক্ষে বনার্তদের মাঝে সজীবের খাদ্য সামগ্রী বিতরণ
- পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বোয়ালমারীতে র্যালি আলোচনা সভা
- বাসে পদ্মা সেতু পার হলেন মন্ত্রী-কূটনীতিক-রাজনীতিবিদরা
- ৪ কোটি রুপির গাড়ি পেলেন কার্তিক
- নির্যাতিতদের প্রতিকারের পথ সংকোচিত হয়ে গেছে : বাংলাদেশ ন্যাপ
- স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে পলাশবাড়ীতে র্যালি আলোচনা সভা
- উৎসব মুখর পরিবেশে ভৈরবে পদ্মা সেতু উদ্বোধন উদযাপন
- টেকসই অর্থায়ন বিষয়ক প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মশালা
- নানা আয়োজনে ঝিনাইদহে পদ্মা সেতু বরণ
- চতুর্থ ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো শেষ হচ্ছে আজ
- পদ্মা সেতুতে কত টাকা টোল দিলেন প্রধানমন্ত্রী
- পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদী পৌরসভার নানা আয়োজন
- পদ্মা সেতু উদ্বোধনে আনন্দে ভাসছে সাতক্ষীরা
- জেনে নিন কে এই 'প্রিন্স ড. মুসা বিন শমসের' !
- জেনে নিন কে এই 'প্রিন্স ড. মুসা বিন শমসের' !
- এবারও মেডিকেল ভর্তি কোচিংয়ের ফাঁদে শিক্ষার্থীরা
- এবারও মেডিকেল ভর্তি কোচিংয়ের ফাঁদে শিক্ষার্থীরা
- সিলেটের ভ্রমণ কাহিনী
- শুধু প্রভাবশালীদের পক্ষেই আইন!
- আমার বোন শেখ হাসিনাকে খোলা চিঠি : চিনে নিন কে এই বরকত!
- অম্ল-মধুর যন্ত্রণায় অপু বিশ্বাস
- 'ইতিহাসের ইতিহাস'
- ধনী হওয়ার আট কার্যকর উপায়
- মেয়ে পটানোর কৌশল!
- লক্ষাধিক রাখাইন জনগোষ্ঠী আড়াই হাজারে নেমে এসেছে
- উত্তরাধিকার ৭১ নিউজের নতুন যাত্রা ১ বৈশাখ
- লোভী মানুষ চেনার সহজ উপায়
- বাংলা বই পড়ার ওয়েবসাইট
- লাইন ধরে খেতে হয় লিখনের জগা খিচুড়ি !
- হুমায়ূনের মৃত্যুর কারণ মদের পার্টি !
- শাকিবের নায়িকা শ্রাবন্তী, অপুর নায়ক জিৎ
- মঠবাড়িয়ায় ৯ বছরের শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা
- বোরকা পরা মেয়ের গণধর্ষণের ভিডিও নিয়ে সিলেটে তোলপাড়
- ইউটিউবে নায়লার আত্মপ্রকাশ
- দেশে ফিরছেন তারেকস্ত্রী জোবায়দা রহমান
- নেপালের ভূমিকম্প প্রাকৃতিক নয়, যুক্তরাষ্ট্রের সৃষ্টি !
- বিএনপির আন্দোলন হচ্ছে দলের অভ্যন্তরে !
- তেঁতুল গাছের ‘খ্যাটে’র কদর বেড়েছে