ভুয়া মুক্তিযোদ্ধা উচ্ছেদে চাই বিশেষ শুদ্ধি অভিযান

আবীর আহাদ
বাংলাদেশের আবহমানকালের ইতিহাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুমহান নেতৃত্বে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এক অনন্য চেতনায় ভাস্বর। এই মুক্তিযুদ্ধের মাধ্যমেই পৃথিবীর ইতিহাসে একটি স্বাধীন ও সার্বভৌম জাতিরাষ্ট্র বাংলাদেশের গৌরবোজ্জ্বল অভ্যুদয় ঘটেছে। আর বাংলাদেশের নির্মাতা হিশেবে বীর মুক্তিযোদ্ধারাই হলেন জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান। তাদের সীমাহীন শৌর্য ত্যাগ ও বীরত্বই বাঙালি জাতির ইতিহাসের শ্রেষ্ঠতম সম্পদ। সেই শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জাতীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখার মধ্য দিয়েই কেবল বাঙালি জাতির পিতার মর্যাদা ও বাংলাদেশের স্বাধীনতা মহিমান্বিত হতে পারে।
ইতিহাসের সেই জাতীয় মর্যাদা ও অহংবোধ কেবল বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত। বীর মুক্তিযোদ্ধাদের সেই মর্যাদা ও অহংবোধকে ম্লানসহ সেই পবিত্র নামে ভাগ বসিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানহানি করার হীনলক্ষ্যে একশ্রেণীর চেতনাহীন তথাকথিত মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ ও দুর্নীতিপরায়ণ রাজনৈতিক নেতারা সরকারের দুর্বল ও গোঁজামিলের সংজ্ঞার সুযোগ নিয়ে স্বাধীনতাবিরোধী রাজাকার ও মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কহীন একটি চক্রের নিকট থেকে অর্থ, আত্মীয়তা ও রাজনৈতিক বিবেচনায় বলিয়ান হয়ে তাদেরকে মুক্তিযোদ্ধা বানিয়ে যে অপকর্ম করেছে, সেই অপকর্মটি হলো ইতিহাসের সবচাইতে বড়ো দুর্নীতি।
এই অপকর্মের মধ্য দিয়ে যারা মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা হয়েছে তারাই ভুয়া মুক্তিযোদ্ধা। যারা তাদেরকে সৃষ্টি করেছেন তারা হলেন ভুয়ার কারিগর। আর বর্তমানে মুক্তিযোদ্ধা সংসদ না থাকার ফলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) একই পথ অনুসরণ করে তথাকথিত বিশেষ ক্ষমতা বলে অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানিয়ে চলেছে! এ অবস্থায়, বলা চলে, সরকারই এখন ভুয়া সৃষ্টির কারিগর হিশেবে আবির্ভূত হয়েছে!
মুক্তিযুদ্ধের সঙ্গে মোটামুটি তিনটি গুরুত্বপূর্ণ শ্রেণী সম্পৃক্ত। তারা হলেন, মুক্তিযুদ্ধের রাজনৈতিক সংগঠক, রণাঙ্গনের সশস্ত্র বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা। এভাবে মুক্তিযুদ্ধের শ্রেণীবিন্যাস করা হলে সব শ্রেণীর মানুষের অবদান যথাযথ স্বীকৃত হয়। অথচ সরকার সবশ্রেণীকে একটিমাত্র অভিধায় সম্পৃক্ত করতে গিয়ে যার যার অবদানকে অবমূল্যায়ন করে সবকিছুকে হযবরল করে ফেলেছে। বিশেষ করে যারা জীবনমরণকে জলাঞ্জলি দিয়ে রক্তের সাগরে অবগাহন করে, নিজেরা মরে, আহত হয়ে, শত্রুর সাথে পাঞ্জা লড়ে স্বাধীনতাকে ছিনিয়ে এনেছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধের মাঠ থেকে নিরাপদ দূরত্বের অবস্থানে থেকে ভূমিকা পালনকারী রাজনৈতিক নেতা-কর্মী, একটি গানের দোহাড়, একজন বাঁশিওয়ালা, একজন সাংবাদিক, একজন চিকিত্সক, একজন কূটনীতিকসহ অসশস্ত্র লোকজনকে এক কাতারে সামিল করে বীর মুক্তিযোদ্ধা ও তাদের অবদানকে বলা চলে অসম্মান করা হচ্ছে। মুক্তিযুদ্ধে যার যার অবস্থান ও অবদানকে সঠিকভাবে মূল্যায়ন না করে সবাইকে 'বীর মুক্তিযোদ্ধা' বলে স্বীকৃতি দেয়ার অর্থ ইতিহাস বিকৃতি। সুতরাং মুক্তিযুদ্ধের অঙ্গনের কর্মধারাকে বিকৃত করে মুক্তিযুদ্ধের চেতনাকে মহিমান্বিত করা যাবে না। প্রত্যেক শ্রেণীর অবদান যার যার দিগন্তে ঐতিহাসিক বিধায়, যার যার অবদানকে তার কর্মপদ্ধতি দিয়ে বিচার বিবেচনা করাই যুক্তিযুক্ত এবং প্রাসঙ্গিক। আজ যারা উপরোক্ত সবাইকে এক কাতারে এনে দাঁড় করিয়েছেন, আসলে মুক্তিযুদ্ধের সাথে তাদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। ন্যূনতম সম্পর্ক থাকলেও এরকম গুলিয়ে ফেলতেন না!
মুক্তিযোদ্ধা তালিকায় অমুক্তিযোদ্ধা, এমনকি হাজার হাজার রাজাকারও মুক্তিযোদ্ধা হয়ে দিব্যি বছরের পর বছর ধরে মুক্তিযোদ্ধা ভাতাসহ অন্যান্য সুবিধাদি ভোগ করে চলেছে। বিশেষ করে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় রাজাকার-আলবদরসহ তাদের দলীয় লোকজন মিলিয়ে প্রায় ৪০ হাজারকে মুক্তিযোদ্ধা তালিকায় স্থান দেয়া হয়েছে, একথা বর্তমান প্রধানমন্ত্রীসহ অনেক মন্ত্রী বিরোধী দলে থাকার সময় অভিযোগ করে বলেছিলেন যে, তারা ক্ষমতায় এলে এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের উচ্ছেদ করবেন। কিন্তু তারাই আজ একনাগাড়ে দীর্ঘ ১৪ বছর ক্ষমতায় আছেন, ভুয়া উচ্ছেদ দূরের কথা, তাদের আমলেও হাজার হাজার অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা হয়েছে।
স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত জোট মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে হেলাফেলা করেছে তাদের দলীয় ও আদর্শের দৃষ্টিকোণ থেকে, কিন্তু মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামী লীগ সরকার কী করে বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধা সংজ্ঞা পাশ কাটিয়ে গোঁজামিল সংজ্ঞায় অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানিয়ে দেয়ার কার্যক্রমে লিপ্ত হলো, তা ভাবতেই পারা যায় না। বিএনপি-জামায়াতের অনুসরণে তারা এ অপকর্মটি করে নিজেদের আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাতে সন্দেহ নেই! বিশেষ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মতো একটি আবেগপ্রবণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিশেবে সরকার কোন খেয়ালে আ ক ম মোজাম্মেল হকের মতো, যিনি বঙ্গবন্ধুর সংজ্ঞা মোতাবেক মুক্তিযোদ্ধা নন! তাঁর মতো একজন অতি নিরীহ ও অকর্মণ্য ব্যক্তিকে কেনো পর পর দু'টার্ম এ মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে তা আমাদের একেবারেই বোধগম্য নয়। তিনি আজ এতোটি বছরেও মুক্তিযোদ্ধাদের একটি পরিচ্ছন্ন তালিকা তো করতেই পারলেন না, উপরন্তু তিনি অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানিয়ে চলার কার্যক্রমে নেতৃত্ব দিয়ে চলেছেন। তাঁর সাথে জুটেছেন আরেক দানব, মুক্তিযুদ্ধের রণাঙ্গনহীন একজন নামধারী মুক্তিযোদ্ধা, যিনি তার দানবীয় হাত দিয়ে সম্পদশালী বহু অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা বানিয়ে চলেছেন! শুধু তাই নয়, এ মন্ত্রণালয়ের মন্ত্রী রাজাকার তালিকায় কিছু মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করে গোটা জাতির কাছে তিনি নিজেই নিজেকে বেআক্কেল বলে অভিহিত করেছেন! তিনি মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি, ফ্রি চিকিৎসা, ফ্রি যাতায়াত, বীর নিবাস, গৃহলোন, মুক্তিযোদ্ধা কবর ইত্যাদি বিষয়ে অতিকথন দিয়ে অকারণেই মুক্তিযোদ্ধাদেরকে জনসমক্ষে হেয়প্রতিপন্ন করেছেন। তারপরেও তিনি মন্ত্রিত্বের আসন অলঙ্কৃত করে আছেন! কী বিচিত্র মানসিকতা !
আমরা বারবার বলেছি এবং এটিই সত্য যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের মুক্তিযোদ্ধা সংজ্ঞার আলোকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র মুক্তিযোদ্ধাদের সংখ্যা দেড় লক্ষের নিচে। কিন্তু বর্তমানে সেই সংখ্যা সরকারিভাবে দাঁড়িয়েছে দু'লক্ষের অনেক ওপরে। এই অমুক্তিযোদ্ধারা প্রকৃত মুক্তিযোদ্ধাদের মতো রাষ্ট্রীয় ভাতা ও অন্যান্য সুবিধাদি ভোগ করে আসছেন। এ জন্য আমরা সরকারের কাছে বারবার দাবি জানিয়ে আসছি যে, মুক্তিযোদ্ধাদের জাতীয় মর্যাদার স্বার্থে একটি শুদ্ধি অভিযানের মাধ্যমে স্বচ্ছ ও নির্ভুল তালিকা প্রণয়ন করা দরকার। এটি করা মোটেই কোনো দূরহ কাজ নয়।
সেই শুদ্ধি অভিযানের প্রকৃতি হতে হবে এমন যে, বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধা সংজ্ঞার আলোকে উচ্চতর বিচার বিভাগ ও সামরিক বাহিনীর সমন্বয়ে গঠিত জাতীয় মুক্তিযোদ্ধা কমিশন গঠন করে এ কাজটি মাত্র ছ'মাসের মধ্যেই সম্পন্ন করা সম্ভব। জাতির জীবন থেকে এরই মধ্যে মুক্তিযোদ্ধা তালিকা প্রস্তুতের নামে প্রায় পঞ্চাশ বছর অতিবাহিত হলেও কাজের কাজ তেমন কিছুই হয়নি। সুতরাং নতুন এ প্রক্রিয়ায় আর মাত্র ছ'টি মাস অতিবাহিত হলে নিশ্চয়ই মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। জাতির গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধা তালিকায় অর্ধ লক্ষাধিক ভুয়া মুক্তিযোদ্ধা অবস্থান করছে। এ প্রক্রিয়া মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত ও মুক্তিযোদ্ধাদের মর্যাদার ওপর কালিমা লেপন করা একটি বিশাল অপরাধ ও মহাদুর্নীতির নামান্তর। এই অমুক্তিযোদ্ধাদেরও দুর্নীতিবাজ-লুটেরা হিশেবে চিহ্নিত করা যেতে পারে। আর এই সব অমুক্তিযোদ্ধাদের কারিগরাদেরও দুর্নীতিবাজ বলে অভিহিত করা যেতে পারে।
বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন, কিছু ক্ষেত্রে যে শুদ্ধি অভিযান শুরু করেছেন----সেই শুদ্ধি অভিযানকে কঠোরতার সাথে সমগ্র দেশে পরিচালনা করার পাশাপাশি মুক্তিযোদ্ধা তালিকা থেকে অমুক্তিযোদ্ধা ও ভুয়ার কারিগরদের পাকড়াও করার একটি কর্মসূচি গ্রহণ করার লক্ষ্যে আমরা পুনপৌণিক দাবি করেই যাবো। অনেকে হয়তো আমাদের একই কথা বারবার বলাতে বিরক্তবোধ করেন, কিন্তু আমাদের কথা পরিষ্কার। যতোদিন পর্যন্ত আমাদের ন্যায্য দাবিদাওয়া অপূর্ণ থাকবে যতোদিন আমরা কথা বলেই যাবো। ইতোমধ্যে বিশেষ করে মুক্তিযোদ্ধা সমাজ ও সচেতন দেশবাসীর পক্ষ থেকে এ দাবির প্রতি প্রবল জনমত সৃষ্টি হয়েছে।
অন্যান্য দুর্নীতিবাজ মাফিয়া লুটেরাদের সাথে মুক্তিযুদ্ধ অঙ্গনের অভিশাপ এই অমুক্তিযোদ্ধা ও তাদের কারিগরদের বিরাট পার্থক্য রয়েছে। সাধারণ দুর্নীতিবাজ লুটেরা ও মাফিয়ারা রাষ্ট্রের অর্থ লুটপাট করছে, কিন্তু অমুক্তিযোদ্ধা ও তাদের কারিগররা মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ ও দেশের স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ ধ্বংস ও লুট করছে। ওদের থেকে এদের অপরাধ আরো গুরুতর। একটির সঙ্গে দেশের অর্থনীতি জড়িত, অপরটির সঙ্গে জাতির জাতীয় মর্যাদা ও আত্মাভিমান জড়িত। ভুয়া মুক্তিযোদ্ধা সংক্রান্ত বিষয়টিকে বরং রাষ্ট্রদ্রোহের অপরাধ বলে গণ্য করে অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। সুতরাং, চলমান দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানের পাশাপাশি অমুক্তিযোদ্ধা উচ্ছেদ অভিযান শুরু করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বানসহ এ বিষয়ে সোচ্চার হওয়ার জন্যে সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
লেখক :চেয়ারম্যান, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ।
পাঠকের মতামত:
- কালিয়াকৈরে ৩৬ ঘণ্টায় দুটি ট্রাক ও একটি বাসে আগুন
- ভারতে ৩ পুরস্কার জিতলো বাংলাদেশি সিনেমা
- মৌলভীবাজারের ৪টি আসনে ২৫ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৭ জনের বাতিল
- ওসি বদলিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও তিন দিন সময় দিলো ইসি
- দল থেকেই স্বতন্ত্র প্রার্থীদের উৎসাহিত করা হচ্ছে : নিক্সন চৌধুরী
- জুতার ভেতর ইয়াবা পরিবহনের সময় যুবক গ্রেফতার
- জোরপূর্বক বালু ভরাট করে ফষলি জমির শ্রেণী বদলের অভিযোগ পলিথিন জাকিরের বিরুদ্ধে
- ২৬ বিদ্যালয়ের গনিত পরীক্ষার প্রশ্ন বিক্রি, সাময়িক বরখাস্ত শিক্ষক
- অল্পের জন্য রক্ষা পেলো যাত্রীভর্তি বাস, পেট্রোল বোমাসহ গ্রেপ্তার ৩
- ঢাকা-১৯ ও ২০ আসনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বৈধ ১৩
- লোহাগড়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- বরিশাল-৪ আসনে নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল
- এনা পরিবহনের চাপায় সাবেক সেনা সদস্য নিহত
- টানা দুই মাস কমলো রপ্তানি আয়
- সাতক্ষীরার বহুল আলোচিত কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের ১৪তম মৃত্যু বার্ষিকী
- ঝিনাইদহে ২৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ প্রার্থী অবৈধ
- ফরিদপুর-৩ আসনে মনোনয়ন যাচাই বাছাই অনুষ্ঠিত
- আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে থেকে প্রশংসিত যুবনেতা আজমীর ওসমান
- মহম্মদপুরে রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত
- বাগেরহাটে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
- শেখ মণির মাঝে কর্মক্ষম যুবসমাজের স্বপ্ন দেখতেন বঙ্গবন্ধু
- মাদারীপুরে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
- বরিশালে বাস চাপায় প্রবাসী নিহত
- বরিশালের তিনটি আসনে জোটের জট
- বরগুনায় দুই সাংবাদিক ও বোনের কবলে পরে নিঃস্ব রাহিমার পরিবার
- আগৈলঝাড়া যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন পালিত
- নাশকতার মামলায় রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- বদলি করা হতে পারে ৫৭০ ইউএনও-ওসিকে: ইসি
- ৬ ও ৭ ডিসেম্বর অবরোধ, ১০ ডিসেম্বর মানববন্ধন বিএনপির
- স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে তরুণ প্রজন্মের অবদান অবিস্মরণীয়
- নাশকতার মামলায় রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- পথশিশুদের দুর্দশার উন্মোচন: দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের তুলনামূলক বিশ্লেষণ
- সিঙ্গাপুরকে ৮-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশের মেয়েরা
- রাজবাড়ীর দুইটি আসনে ৭ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল, বৈধ ৯
- ফরিদপুর সদর আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বৈধ প্রার্থী ৫ জন
- গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ
- জুতার ভেতরে অভিনব কৌশলে পাচার হচ্ছিল ইয়াবা, গ্রেফতার ১
- সাতক্ষীরা -১ ও ২ আসনে ২৩ জন প্রার্থীর মধ্যে দু’জনের মনোনয়ন স্থগিত, একজনের বাতিল ঘোষণা
- নারায়ণগঞ্জে ৫টি আসনে ৩৮ জন প্রার্থীর বৈধতা ঘোষণা; ৭ জনের মনোনয়ন পত্র বাতিল
- গরু মহিষ পাচারকালে ট্রাক উল্টে চোর নিহত
- এফডিসিতে ফেরদৌসকে সংবর্ধনা দেবে শিল্পী সমিতি
- ‘আমরা কারও দয়াদাক্ষিণ্যে রপ্তানি করি না’
- ‘দেশ বাঁচাতে হলে নদী বাঁচাতে হবে’
- ‘অবরোধ ডেকে মাঠে নেই রাজনৈতিক নেতারা’
- ‘প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের পক্ষে ছিলেন আছেন থাকবেন’
- গুলিস্তানে বাসে আগুন
- ৩ বিভাগে বৃষ্টির আভাস, ২ নম্বর হুঁশিয়ারি সংকেত বহাল
- জামিন মেলেনি বিএনপি নেতা আমানের, আপিল শুনানি ১০ ডিসেম্বর
- কুষ্টিয়ায় ৪ টি সংসদীয় আসনে সাবেক এমপি সতন্ত্র প্রার্থী আব্দুর রউফসহ ১৭ জনের মনোনয়ন বাতিল
- ‘ভোটার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয় আওয়ামী লীগ’
- জেনে নিন কে এই 'প্রিন্স ড. মুসা বিন শমসের' !
- জেনে নিন কে এই 'প্রিন্স ড. মুসা বিন শমসের' !
- এবারও মেডিকেল ভর্তি কোচিংয়ের ফাঁদে শিক্ষার্থীরা
- এবারও মেডিকেল ভর্তি কোচিংয়ের ফাঁদে শিক্ষার্থীরা
- সিলেটের ভ্রমণ কাহিনী
- শুধু প্রভাবশালীদের পক্ষেই আইন!
- অম্ল-মধুর যন্ত্রণায় অপু বিশ্বাস
- লাইন ধরে খেতে হয় লিখনের জগা খিচুড়ি !
- আমার বোন শেখ হাসিনাকে খোলা চিঠি : চিনে নিন কে এই বরকত!
- 'ইতিহাসের ইতিহাস'
- ধনী হওয়ার আট কার্যকর উপায়
- মেয়ে পটানোর কৌশল!
- লক্ষাধিক রাখাইন জনগোষ্ঠী আড়াই হাজারে নেমে এসেছে
- আমায় ক্ষমা কর পিতা : পর্ব ১৪'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- উত্তরাধিকার ৭১ নিউজের নতুন যাত্রা ১ বৈশাখ
- লোভী মানুষ চেনার সহজ উপায়
- বাংলা বই পড়ার ওয়েবসাইট
- হুমায়ূনের মৃত্যুর কারণ মদের পার্টি !
- শাকিবের নায়িকা শ্রাবন্তী, অপুর নায়ক জিৎ
- মঠবাড়িয়ায় ৯ বছরের শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা
- দেশে ফিরছেন তারেকস্ত্রী জোবায়দা রহমান
- বোরকা পরা মেয়ের গণধর্ষণের ভিডিও নিয়ে সিলেটে তোলপাড়
- ইউটিউবে নায়লার আত্মপ্রকাশ
- নেপালের ভূমিকম্প প্রাকৃতিক নয়, যুক্তরাষ্ট্রের সৃষ্টি !
- বিএনপির আন্দোলন হচ্ছে দলের অভ্যন্তরে !