E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

হিন্দুরা ভারতকে ভালবাসে? 

২০২২ নভেম্বর ০৫ ১৬:২৩:২২
হিন্দুরা ভারতকে ভালবাসে? 

শিতাংশু গুহ


হিন্দুরা ভারতকে ভালবাসে। শুধু বাংলাদেশের হিন্দু নয়, পুরো বিশ্বের হিন্দুই ভারতকে পছন্দ করে। এমনিতে ভারতকে ‘অপছন্দ’ করার কোন কারণ নেই, ভারত গণতান্ত্রিক রাষ্ট্র, বিশ্বের ‘বৃহত্তম গণতন্ত্র’। বিশ্বের সভ্য ও উন্নত দেশগুলো সবই গণতান্ত্রিক, ভারত সেই সারিতে। ভারতীয় সভ্যতা অন্যূন পাঁচ হাজার বছরের পুরানো। ভারত ‘মেল্টিং পট’, আমেরিকাও ‘মেল্টিং পট’। ভারতের মাটিতে নির্যাতীত সকল ধর্ম-বর্ণ-জাতির মানুষের আশ্রয় মেলে। আফগানিস্তানের নির্যাতীত মুসলমান, ইরানের নির্যাতিত বাহাই, ইরাকের ইয়াজদি বা বাংলাদেশ/পাকিস্তানের নির্যাতীত হিন্দু, সবাই। এমনকি বিএনপি-আওয়ামী নেতাও।

এজন্যে কি হিন্দুরা ভারতকে ভালবাসে? আরো বহুবিধ কারণ আছে। আগেই বলেছি, শুধু বাংলাদেশ নয়, হিন্দু মাত্রই ভারতকে ভালবাসে। বৌদ্ধরাও ভালবাসে। সাউথ আমেরিকায় প্রচুর হিন্দু’র বসবাস, তাঁরা ভারতকে ভালবাসে। হিন্দী গান, ভারতীয় ম্যুভি তাঁদের দৈনন্দিন চর্চা, বলা যায়, আমাদের চেয়ে তাঁরা ভারতকে বেশি পছন্দ করে। তাঁদের অনেকের জীবনের লক্ষ্য, জীবনে একবার ভারত যাওয়া। ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেটারদের অনেকের হিন্দু নাম সবার জানা, ত্রিনিদাদ, গায়েনা ও এতদাঞ্চলের অন্যান্য রাষ্ট্রের হিন্দুরা বা এমনকি আয়ারল্যান্ড, টোবাগো, জীবতি বা বালি’র হিন্দুরাও ভারতকে ভালবাসে।

কারণ কি? হিন্দুরা কেন ভারতকে ভালবাসে? একটু সতর্কতার সাথে লক্ষ্য করলে দেখা যাবে, পৃথিবীর তাবৎ মুসলমান সৌদি আরবকে ভালবাসে। সৌদি রাজতন্ত্র, সমাজ ব্যবস্থা, হাতকাটা-গলাকাটা হয়তো অনেকের অপছন্দ, তবু তাঁরা সৌদি আরবকে পছন্দ করে এবং জীবনে একবার হলেও সৌদি আরবে যাওয়ার ইচ্ছে পোষণ করে। কারণ, মক্কা-মদিনা। ইসলামের দুই প্রধান শহর, তীর্থস্থান, হজ্জ্ব মক্কা-মদিনা, সৌদি আরবে। একইভাবে হিন্দুদের সকল বৃহৎ তীর্থস্থান ভারতে। গয়া-কাশী, মথুরা-বৃন্দাবন, পুরী, অযোধ্যা, ত্রিবেণীসঙ্গম, নীলকণ্ঠ, হরিদ্বার-ঋষিকেশ, সবই ভারতে। কৈলাশ এখন চীনের দখলে, হিন্দুরা কৈলাশও পছন্দ করে।

মুসলমানরা যে-কারণে সৌদি আরবকে পছন্দ করে, একই কারণে হিন্দুরা ভারতকে ভালবাসে। বাংলাদেশ বা পাকিস্তানের হিন্দুদের ক্ষেত্রে হয়তো বিষয়টি আরো একটু গভীরে। ভারত ভাগের পর এই দুই রাষ্ট্রের নির্যাতীত হিন্দুরা ভারতে আশ্রয় নেয়, এখনো প্রতিনিয়ত নিচ্ছে। ভারতে যে তাঁরা ‘জামাই আদরে’ থাকে তা নয়, ভারত অন্তত: ‘খেদিয়ে’ দেয়নি, বা দেয়না। মুক্তিযুদ্ধের সময় ভারত প্রায় এক কোটি হিন্দুকে আশ্রয় দিয়েছিলো। নির্যাতীত মুসলমানকে আশ্রয় দিয়েছিলো। ভারত একপ্রকার গায়ের জোরে পাকিস্তান ভেঙ্গে বাংলাদেশ স্বাধীন করে দিয়েছিলো-এটি রাজনীতি, ওদিক যাচ্ছিনা।

তবে ভারতকে ভালবাসা আর ভারতে চলে যাওয়া এক নয়, এটি এখানে আলোচ্যও নয়। তবে হিন্দু ভারত স্বেচ্ছায় যায়না, যেতে বাধ্য হয়। ভালবাসা হয়তো আছে, তদুপুরি সীমান্তবর্তী দেশ, সকল শীর্ষ তীর্থস্থান, বিপদে-আপদে আশ্রয় দেয়া এবং হিন্দুরা যেসব রাজ্যে যায়, অর্থাৎ পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম বাঙ্গালী অধ্যুষিত, বাঙ্গালী সংস্কৃতি। ভারত হিন্দু’র পুণ্যভূমি। তাই, হিন্দু ভারতকে ভালবাসলে দোষের কিছু নেই। মুসলমান সৌদি আরবকে ভালোবাসলে হিন্দু ভারতকে ভালবাসবে, এটাই স্বাভাবিক।

লেখক : আমেরিকা প্রবাসী।

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test