E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্মার্ট দেশ গড়তে স্মার্ট যুবশক্তি চাই 

২০২৩ মার্চ ১৯ ১৬:৪৮:০৯
স্মার্ট দেশ গড়তে স্মার্ট যুবশক্তি চাই 

শিতাংশু গুহ


প্লেটো নাকি বলেছিলেন, মানুষ যেমন হবে, রাষ্ট্রও তেমনই হবে; মানুষের চরিত্র দ্বারাই রাষ্ট্র গড়ে ওঠে’। বাংলাদেশকে সবাই একটি চমৎকার, ভালো রাষ্ট্র হিসাবে দেখতে চায়, সেজন্যে দেশের মানুষগুলোকে তো ভালো হতে হবে, তাই-না? বঙ্গবন্ধু ‘সোনার বাংলা’ গড়তে চেয়েছিলেন, তখন বলা হয়েছিলো, সোনার বাংলা গড়তে ‘সোনার মানুষ’ চাই! সোনার মানুষ ছিলোনা, তাই সোনার বাংলা হয়নি!

দেশবাসী যেমন, দেশটিও তেমন। বাঙ্গালী অন্যকে দোষ দিতে পারদর্শী, সবকিছু’র জন্যে সরকারকে দোষ দেয়া বাঙ্গালীর স্বভাব, অথচ যিনি দোষ দিচ্ছেন, তিনি কিন্তু তাঁর দায়িত্বটি ঠিকমত পালন করছেন না? যেমন যৌতুক, সবাই চায় যৌতুক প্রথা বন্ধ হউক। হচ্ছেনা, কারণ কেউ দায়িত্ব নিচ্ছেন না বা দায়িত্ব পালন করছেন না? সবাই অনুকূল স্রোতে গা-ভাসিয়ে চলছেন!

দেশে ‘ঘুষ’ একটি সার্বজনীন ব্যবস্থা, কেন? কারণ প্রায় সবাই খায়! ক্ষেত্র বিশেষে খেতে না চাইলেও খেতে হয়! সরকার চাইলেও এটি বন্ধ করতে পারবেন না, কারণ সমাজটা এভাবেই গড়ে উঠেছে, এটি সামাজিক দায়িত্ব। ঘুষখোরকে সবাই চিনে, কেউ ঘৃণা করেনা। দেশে ৫শ’ টাকার চোরকে গাছে বেঁধে পেটানো হয়, ৫হাজার কোটি টাকা চোরকে সবাই ‘স্যার’ বলে! সুতরাং-

দেশে নির্বাচন নিয়ে বদনাম আছে? বলা হয়, সরকার প্রভাব খাটায়! ক্ষমতায় টিকে থাকতে যেকোন সরকারই প্রভাব খাটাতে চাইতে পারে, কিন্তু আজ পর্যন্ত কোন নির্বাচন কমিশন কি রুখে দাঁড়িয়েছেন? ‘সেশন’ নামে ভারতের এক প্রধান নির্বাচন কমিশনার-র নাম আমার মনে আছে, তিনি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে পর্যন্ত কোর্টে এনে ছেড়েছেন! তাই বলছিলাম, দায়িত্ব নিতে হয়!!

জানি বলবেন, গুম হয়ে যাবেন, মিথ্যা মামলায় জেল হবে? হোক না, উচ্চ পদ যখন নিয়েছেন, উচ্চ দায়িত্বও তো নিতে হবে? কেউ কি বলবেন, বাংলাদেশে সুষ্ঠূ নির্বাচন করতে গিয়ে আজ পর্যন্ত কোন নির্বাচন কমিশন জেল খেটেছেন, বা গুম হয়েছেন বা নিহত হয়েছেন? বলছিলাম কি, ‘আসুন আমরা আয়নায় নিজের চেহারাটা দেখি, নিজেকে প্রশ্ন করি, আমি কি সঠিক?

প্লেটো’র কথায় আসি, মানুষের চরিত্র দ্বারাই রাষ্ট্র গঠিত হয়, সুতরাং বাংলাদেশ নামক রাষ্ট্রটি জনকল্যাণ মূলক রাষ্ট্র হিসাবে পেতে চাইলে, নাগরিকের চরিত্র কল্যানমুলক হতে হবে, নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে, মানুষ ভালো হলে রাষ্ট্র ভালো হতে বাধ্য। এটিও সত্য, রাষ্ট্র ব্যবস্থা এর নাগরিকদের বা সমাজকে সুন্দরভাবে পরিচালিত করতে পারে!

রাষ্ট্র যদি মানুষের নাগরিক অধিকারগুলো নিশ্চিত করে, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, জীবিকার গ্যারান্টার হয়, অধিকাংশ মানুষ এমনিতেই ভালো হয়ে যাবে। আমি কি খুব বেশি জ্ঞান দিচ্ছি? তা নয়, আমি নিজেকে দিয়ে দেখি যে, আমি ভালো আছি, মিথ্যা বলতে হয়না, কাউকে তেল দিতে হয়না, ঘুষ দিতে হয়না, ভালই! বাংলাদেশে থাকলে কি তা পারতাম?

আজকাল স্মার্ট বাংলাদেশ গড়ার কথা শোনা যাচ্ছে, এজন্যে স্মার্ট যুব-সমাজ দরকার হবে, তা কি আছে? স্বীকার করুন বা না করুন, দেশের শিক্ষা-ব্যবস্থার মান অতিশয় নিম্ম, তরুণ সমাজ বিদেশ-মুখী, সামাজিক নিরাপত্তার অভাব, অনুকরণীয় আদর্শ বা ব্যক্তিত্ব নেই, সমাজের সর্বত্র ভোগ, ত্যাগের কোন বালাই নেই? ধর্মের ঢোল পিটিয়ে, ফেইসবুক, টিকটক ভিত্তিক স্মার্ট দিয়ে কি স্মার্ট দেশ গড়া সম্ভব?

লেখক : আমেরিকা প্রবাসী।

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test